‘তাদের ভাগ্য সহায় হয়নি’, অক্ষয়-শিল্পার ব্রেকআপের আসল কারণ জানালেন পরিচালক! কী ছিল সেই ‘নিরাপত্তা’ দাবি?

নয়ের দশকে বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী শিল্পা শেঠির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা কয়েক বছর পর ভেঙে যায়। সম্প্রতি অক্ষয়ের দীর্ঘদিনের সহযোগী, পরিচালক সুনীল দর্শন এক নতুন সাক্ষাৎকারে ফাঁস করলেন কেন এই জনপ্রিয় জুটির সম্পর্ক পরিণতি পেল না।

সুনীল দর্শন জানান, অক্ষয় এবং শিল্পার সম্পর্ক প্রায় বিয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু শিল্পার বাবা-মায়ের কিছু শর্ত ও দাবি ছিল, যা পূরণ না হওয়ার কারণেই সম্ভবত তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল দর্শন বলেন, অক্ষয় এবং শিল্পাকে একসঙ্গে ‘খুব সুন্দর জুটি’ লাগতো, কিন্তু “ভাগ্যের হয়তো নিজস্ব কোনো পরিকল্পনা ছিল।”

শর্তগুলি ঠিক কী ছিল, তা জানতে চাওয়া হলে সুনীল স্পষ্ট করে না বললেও ইঙ্গিত দেন। তিনি বলেন, “বাবা-মা হিসেবে মেয়ের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন, সব কিছু নিয়েই কথা হয়েছিল। আসলে সেটা ভুল নয়।” তিনি আর্থিক নিরাপত্তার কথা বলছেন কিনা, জিজ্ঞেস করা হলে পরিচালক বলেন, “সব ধরনের নিরাপত্তা, সব বাবা-মা-ই সেটা চান। ফলে সেই সময় সব কিছু ঘেঁটে গেলেও, পরে সবাই সবটা বুঝতে পেরেছিল। যেখানে ভাগ্য সহায় হয় না, সেখানে কিছুই করার থাকে না। ওঁদের সঙ্গেও তেমনই কিছু হয়েছে।”

অন্যদিকে, তিনি একটি জ্যোতিষী ভবিষ্যদ্বাণীর কথাও উল্লেখ করেন। তিনি শুনেছিলেন যে টুইঙ্কল খান্নার বাবা রাজেশ খান্নার ঘনিষ্ঠ একজন জ্যোতিষী নাকি আগেই বলেছিলেন যে অক্ষয় এবং টুইঙ্কলের বিয়ে হবে। সেই সময় তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি, কারণ তখন তাঁদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।

‘এক রিশতা’ ছবির শুটিংয়ের ঠিক আগে অক্ষয়-শিল্পার ব্রেকআপ হয়। ব্রেকআপের পর অক্ষয় খুব মন খারাপ ছিলেন কিনা, জানতে চাইলে সুনীল দর্শন বলেন, “তাঁর হৃদয় ভাঙেনি। আমার মনে হয়েছিল সে ঠিক আছে। সে আবার ফিরে আসছিল।” সেই সময়ে অক্ষয় ‘ধড়কন’, ‘হেরা ফেরি’-এর পাশাপাশি ‘এক রিশতা’ নিয়েও কাজ করছিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy