তলোয়ার হাতে স্যুট পরে কে তিনি? শাহরুখের নতুন ছবি ‘কিং’-এর শুটিং ফ্লোর থেকে ভিডিও ফাঁস, তোলপাড় নেটপাড়া

বলিউড বাদশাহ শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর (King) শুটিং শুরু হওয়ার পর থেকেই ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ছবিটি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা টিজার প্রকাশ না হলেও, সম্প্রতি এই ছবির শুটিং ফ্লোর থেকে একটি অস্পষ্ট ভিডিও ফাঁস হওয়ায় নেটপাড়ায় তুমুল শোরগোল তৈরি হয়েছে।

ফাঁস হওয়া ভিডিওতে কী দেখা যাচ্ছে?

মঙ্গলবার নেটপাড়ায় হঠাৎই ভাইরাল হওয়া সেই অস্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে, স্যুট পরা এক ব্যক্তি হাতে তলোয়ার নিয়ে কোনো প্রতিপক্ষকে প্রতিহত করতে উদ্যত।

শাহরুখ খানের ফ্যান ক্লাব থেকেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘কিং ছবির অ্যাকশন দৃশ্যের ভিডিও ফাঁস। অনুমান করতে পারছেন কাকে দেখছেন এই দৃশ্যে?’ বেশিরভাগ ভক্ত একবাক্যে দাবি করেছেন, তলোয়ার হাতে থাকা এই ব্যক্তিটি শাহরুখ খান ছাড়া আর কেউ নন, এবং এটি তাঁর আগামী ছবি ‘কিং’-এর অ্যাকশন সিকোয়েন্সের অংশ।

সত্যতা নিয়ে বিতর্ক

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে যেমন উন্মাদনা ছড়িয়েছে, তেমনি এর সত্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ প্রশ্ন করেছেন, প্রযুক্তির এই যুগে ফাঁস হওয়া এই ভিডিওটি কি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা নির্মিত হতে পারে? যদিও এই বিষয়ে ছবিটির টিম বা স্বয়ং শাহরুখ খান কেউই এখনো মুখ খোলেননি।

দর্শকদের অপেক্ষা

গত দু’বছর শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছিল। এরপর আর পর্দায় তাঁর নতুন ছবি আসেনি। তাই ‘কিং’-এর জন্য দর্শকদের অপেক্ষা এখন তুঙ্গে। অনেকেই অনুমান করছেন যে, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে এই ছবির প্রথম পোস্টার বা প্রচার ঝলক আনুষ্ঠানিকভাবে সামনে আসতে পারে।

‘কিং’ ছবিটি দিয়ে ফের একবার পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে শাহরুখের যুগলবন্দী দেখতে পাবেন দর্শক। শাহরুখ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন এবং শাহরুখকন্যা সুহানা খানকে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy