চলতি বছর জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার জয়গান ধ্বনিত হয়েছিল পরিচালক অর্জুন দত্তের হাত ধরে। তাঁর পরিচালিত ছবি ‘ডিপ ফ্রিজ’ শ্রেষ্ঠ বাংলা ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে, যা আগামী নভেম্বরেই বড়পর্দায় মুক্তির অপেক্ষায়। কিন্তু সেই প্রস্তুতির মাঝেই অসুস্থ হয়ে পড়লেন জাতীয় পুরস্কার জয়ী এই পরিচালক। গুরুতর অসুস্থতার জেরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করাতে হয়েছে।
হুইলচেয়ারে পুরস্কার গ্রহণ, কারণ ছিল এই চোট
জানা গিয়েছে, বহুদিন ধরেই অর্জুনের শিরদাঁড়ায় একটি পুরোনো চোট ছিল। ছবির সহযোগী পরিচালক সৌমিতা গাঙ্গুলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “মাস ছয়েক আগে একবার বেকায়দায় পড়ে গিয়েছিল। তখনই ভালরকম চোট লাগে।” ব্যথা বাড়তে থাকায় জাতীয় পুরস্কার মঞ্চে ওঠার আগেই তাঁর অস্ত্রোপচার করার কথা ছিল, যা পাকেচক্রে করা হয়ে ওঠেনি। সেই কারণেই অর্জুনকে হুইলচেয়ারে বসে জাতীয় পুরস্কার গ্রহণ করতে হয়েছিল।
গত মঙ্গলবার সেই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল তাঁকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে।
“দ্বিতীয় জীবন পেলাম”: অর্জুন
ফোনের অন্য প্রান্ত থেকে কিছুটা ক্লান্ত শোনালেও, অর্জুন দত্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, “দ্বিতীয় জীবন পেলাম। আমার শিরদাঁড়ার দু’জায়গায় ফ্র্যাকচার হয়ে গিয়েছিল! এখন আপাতত সম্পূর্ণ বিশ্রাম।” দ্রুত নিজের পায়ে দাঁড়ানোর আশা প্রকাশ করে তিনি জানান, চিকিৎসকদের কথা অক্ষরে অক্ষরে মেনে চলবেন। বর্তমানে তাঁকে চিকিৎসকের নির্দেশে সপ্তাহ তিনেকের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
প্রসঙ্গত, অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’ ছবিটি বিচ্ছেদের পরে একটি প্রাক্তন স্বামী-স্ত্রীর জীবনের অভিজ্ঞতার গল্প নিয়ে তৈরি হয়েছে। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। নভেম্বরে ছবির মুক্তি রয়েছে, তাই দ্রুত সুস্থ হয়ে অর্জুন আবার প্রচারের ময়দানে ফিরবেন, সেই অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা।