ছয় দশকের ভালোবাসা! ‘ধরনম জি, তাড়াতাড়ি সুস্থ হোন’—পোস্টার হাতে কেঁদে ভাসালেন হি-ম্যানের অন্ধ অনুরাগী

বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র ১১ দিন হাসপাতালে থাকার পর অবশেষে বুধবার ছাড়া পেয়েছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে বাড়িতেই চলবে বর্ষীয়ান এই অভিনেতার চিকিৎসা। অভিনেতার স্বাস্থ্য নিয়ে অনুরাগীদের মধ্যে যে উদ্বেগ ছিল, হাসপাতাল থেকে তাঁর ছাড়া পাওয়ার খবর সামনে আসতেই তা আবেগের বাঁধ ভেঙে দেয়। এমনই এক অনুরাগীর কান্না মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

ছয় দশকেরও বেশি সময় ধরে বিনোদন জগতে রাজত্ব করেছেন ধর্মেন্দ্র এবং এই দীর্ঘ কেরিয়ারে তিনি পেয়েছেন অগণিত মানুষের ভালোবাসা। ৮৯ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি অসুস্থতার কারণে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন।

পোস্টার হাতে ভক্তের কান্না
হাসপাতালের বাইরে পোস্টার হাতে দাঁড়িয়ে থাকা অভিনেতার এমনই এক অন্ধ ভক্তের ভিডিয়ো এদিন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খাকি পোশাক পরা এই অনুরাগী তাঁর প্রিয় তারকার সুস্থতার জন্য প্রার্থনা করছেন এবং হাতে পোস্টার ধরে শিশুর মতো কাঁদছেন। পোস্টারটিতে লেখা ছিল: “হে ঈশ্বর, দয়া করে… ধরম জি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।”

ভিডিয়োটি নিমেষে ভাইরাল হয়ে যায়। কমেন্ট সেকশনে অনেকে এই আবেগপ্রবণ ভিডিয়ো দেখে মন্তব্য করেছেন। অনেকেই এই অনুরাগীকেই ধর্মেন্দ্রর ‘আসল ভক্ত’ বলে দাবি করেন এবং ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

বাড়িতেই চলবে চিকিৎসা
উল্লেখ্য, গত ১১ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর আজ, ১২ নভেম্বর, সকাল সাড়ে সাতটা নাগাদ ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে বাড়িতেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy