গ্যালাক্সি থেকে পানভেল, দামী গাড়ি থেকে বিলাসবহুল ইয়ট; জন্মদিনে প্রকাশ্যে সলমনের বিপুল ঐশ্বর্য

আজ ২৭ ডিসেম্বর, ২০২৫। ৬০ বছরে পা দিলেন বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সলমন খান। দীর্ঘ ৩৭ বছরের কেরিয়ারে তিনি কেবল অগণিত হিট ছবিই দেননি, বরং গড়ে তুলেছেন এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। বর্তমানে প্রতিটি ছবির জন্য ১০০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক ও লভ্যাংশ নেওয়া সলমন ভারতের অন্যতম সম্পদশালী তারকা।

বিশাল আয়ের উৎস: সলমনের আয়ের অন্যতম স্তম্ভ হলো ‘বিগ বস’। এ বছর ‘বিগ বস ১৯’ ডিজিটাল-ফার্স্ট মডেলে কিছুটা ছোট হওয়ায় তাঁর আয় হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। এ ছাড়া নিজস্ব প্রযোজনা সংস্থা ‘সলমন খান ফিল্মস’ (SKF)-এর মাধ্যমে তিনি এখন হায়দরাবাদের ‘ভারত ফিউচার সিটি’-তে ১০,০০০ কোটি টাকার ইন্টিগ্রেটেড টাউনশিপ ও স্টুডিও তৈরির মেগা প্রজেক্টে হাত দিয়েছেন। আগামী বছর তাঁর ব্যানারে মুক্তি পেতে চলেছে ‘ব্যাটল অফ গালওয়ান’।

সম্পত্তি ও শখ: বান্দ্রার আইকনিক গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের (মূল্য প্রায় ১৫০ কোটি) পাশাপাশি পানভেলে রয়েছে তাঁর ১৫০ একরের বিশাল বাগানবাড়ি ‘অর্পিতা ফার্মস’। বিদেশের মাটিতে দুবাই ও মুম্বইয়ের ওরলিতেও রয়েছে তাঁর দামী ফ্ল্যাট। গাড়ির গ্যারেজে মার্সিডিজ থেকে নিসান পেট্রোল—সবই রাজকীয়। এমনকি আলিববাগে ৩ কোটি টাকার একটি নিজস্ব ইয়টও রয়েছে তাঁর।

বিত্তবানদের তালিকায় সলমন: ২,৯০০ কোটি টাকার মোট সম্পত্তি থাকলেও সলমন বলিউডের এক নম্বর ধনী নন। শীর্ষে রয়েছেন শাহরুখ খান (১২,৪৯০ কোটি টাকা)। হৃতিক রোশনও (৩,১০০ কোটি) সম্পত্তির নিরিখে সলমনের থেকে সামান্য এগিয়ে। তবে অক্ষয় কুমার বা আমির খানকে অনেক আগেই পিছনে ফেলেছেন ভাইজান। বিস্ময়কর তথ্য হলো, তাঁর ছায়াসঙ্গী দেহরক্ষী সেরার বার্ষিক বেতন প্রায় ২ কোটি টাকা এবং তাঁর নিজস্ব সিকিউরিটি এজেন্সির দৌলতে সেরার মোট সম্পত্তি প্রায় ১০০ কোটি টাকা!

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy