ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of India – IFFI) শুরু হচ্ছে আজ থেকে গোয়াতে। এই ৫৬তম মেগা ইভেন্ট চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আর দেশের এই বৃহত্তম সিনেমার উৎসবে এবার বিশেষ আকর্ষণ হতে চলেছে পরিচালক বিধু বিনোদ চোপড়ার আইকনিক সিনেমা ‘1942: আ লাভ স্টোরি’-র বিশেষ স্ক্রিনিং। ছবিটি দেখানো হবে তাক লাগানো 8K ভার্সনে!
কবে হবে এই বিশেষ স্ক্রিনিং?
অনিল কাপুর, মণীশা কৈরালা, জ্যাকি শ্রফ, অনুপম খের এবং প্রাণ অভিনীত এই ঐতিহাসিক সিনেমাটির স্ক্রিনিং রয়েছে ২১ নভেম্বর। সিনেমার ঐতিহ্য সংরক্ষণের জন্য সুপরিচিত বিশ্বের অন্যতম সেরা ল্যাব, ইতালির বোলোগনার L’Immagine Ritrovata-তে ছবিটির সাউন্ডট্র্যাকটি 5.1 সার্উন্ড সাউন্ডে বিশেষভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। ফলে শ্রোতারা নতুন করে আর. ডি. বর্মনের সেই জাদুকরী সুরের অভিজ্ঞতা পাবেন।
চিরন্তন প্রেমের গল্প:
এই সিনেমাটি শুধুমাত্র তার অভিনয়ের জন্যই নয়, বরং আর. ডি. বর্মনের সুরে কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি ও লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে ‘এক লাড়কি কো দেখা তো অ্যাইসা লগা’ বা ‘রুঠ না জানা তুমসে কহু তো…’ গানগুলির জন্যও আজ শ্রোতাদের মুগ্ধ করে।
সিনেমার প্লট তৈরি হয়েছে ১৯৪২ সালের প্রেক্ষাপটে, যা ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার কয়েক বছর আগের সময়কে তুলে ধরে। ছবিটি ১৯৪০-এর দশকের বিপ্লবী আন্দোলনের মধ্যে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে নরেন সিং (অনিল কাপুর) এবং রজ্জো পাঠক (মণীষা কৈরালা)-এর এক মর্মস্পর্শী প্রেমের গল্প তুলে ধরে। নরেন সিং চরিত্রে অনিল কাপুর একজন ব্রিটিশ ঔপনিবেশিক কর্মচারীর অরাজনৈতিক ছেলের ভূমিকায় অভিনয় করেন, আর রজ্জো চরিত্রে মণীষা কৈরালা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামীর মেয়ে। ১৯৯৫ সালে এই সিনেমাটি একাধিক ফিল্মফেয়ার ও স্ক্রিন অ্যাওয়ার্ডস জয় করেছিল।