গুরুতর অসুস্থ ‘সাঁই বাবা’ খ্যাত অভিনেতা সুধীর দলবী, চিকিৎসা খরচে হিমশিম পরিবার; পাশে দাঁড়িয়েও কটাক্ষের শিকার ঋদ্ধিমা কপূর

টেলিভিশনে ‘সাঁই বাবা’-র চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেওয়া প্রবীণ অভিনেতা সুধীর দলবী (৮৬) গুরুতর অসুস্থ। জানা যাচ্ছে, তিনি গত ৮ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং বর্তমানে তিনি সেপসিস রোগের সঙ্গে লড়াই করছেন। দীর্ঘ চিকিৎসার কারণে অভিনেতার পুঁজি প্রায় শেষ, তাই তাঁর পরিবার সাহায্যের জন্য একটি মেডিক্যাল ফান্ড গঠন করেছে।

চিকিৎসার খরচ ও ফান্ডের আবেদন:

একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইতিমধ্যেই সুধীর দলবীর চিকিৎসার খরচ ১০ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে এবং বর্তমান চিকিৎসায় আরও ৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে। পরিবারের পক্ষে এই বিপুল অর্থ বহন করা অসম্ভব হয়ে পড়ায় তাঁরা অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।

ঋদ্ধিমা কপূরের সাহায্য ও ট্রোলিং:

অভিনেতা ঋষি কপূরের কন্যা ঋদ্ধিমা কপূর সুধীর দলবীর এই মেডিক্যাল ফান্ডে অর্থ সাহায্য করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়ে অভিনেতার দ্রুত আরোগ্যও কামনা করেছেন। তবে সাহায্যের খবর প্রকাশ করার পরই সোশ্যাল মিডিয়ার একাংশে শুরু হয়েছে ট্রোলিং।

অনেকেই ঋদ্ধিমাকে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, “যদি সাহায্য করেছেন, তাহলে এখানে উল্লেখ করার কী দরকার ছিল? প্রচার চাই?” ট্রোলারদের দাবি, সাহায্য করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই কথা জনসমক্ষে প্রচার করার কোনো প্রয়োজন ছিল না।

সুধীর দলবীর অভিনয় জীবন:

সুধীর দলবীকে দর্শক সবচেয়ে বেশি মনে রেখেছেন ‘সাঁই বাবা’-র চরিত্রে অভিনয়ের জন্য। তাঁকে শেষবার ২০০৬ সালে ‘ও হুয়ে না হামারে’ ধারাবাহিকে এবং ২০০৩ সালে ‘এক্সকিউজ মি’ ছবিতে দেখা গিয়েছিল। অভিনেতার অনুরাগীরাও তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy