গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কমল! সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের ‘নাম না-করা’ বার্তায় সোশ্যাল মিডিয়ায় বিতর্ক

কয়েক ঘণ্টা আগেই সামাজিক মাধ্যমে নিজের খোলা পিঠের ছবি দিয়ে ভক্তকূলে ঝড় তুলেছিলেন টেলি-অভিনেতা জিতু কমল। এরপর আচমকাই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। গুরুতর অসুস্থ অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় একটি বার্তা দেন তাঁর সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তবে সেই বার্তায় জিতুর নাম উল্লেখ না করায় নেটপাড়ার একাংশের বিদ্রুপের শিকার হয়েছেন দিতিপ্রিয়া।

কী হয়েছে অভিনেতার? খবর অনুযায়ী, বুধবার ‘এরাও মানুষ’ ছবির শুটিংয়ের সেটে আচমকাই অসুস্থ হয়ে পড়েন জিতু। তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং তাঁকে কাঁপিয়ে জ্বরও আসে। তড়িঘড়ি তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ‘আর্য’।

দিতিপ্রিয়ার বার্তা ও বিতর্ক: অভিনেতা জিতু কমল কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন, তা এখনও জানা যায়নি। এই পরিস্থিতিতে পর্দার ‘অপর্ণা’ অর্থাৎ দিতিপ্রিয়া তাঁর সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্য কামনা করে লেখেন, “আমার সহশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন।”

দিতিপ্রিয়ার এই বার্তাই বিতর্কের জন্ম দিয়েছে। জিতুর অনুরাগীরা প্রশ্ন তুলেছেন—কেন জিতুর নাম বা তাঁকে ট্যাগ না করে আরোগ্য কামনা করা হলো? এই অসম্পূর্ণ বার্তা নিয়েই শুরু হয়েছে সমালোচনা।

নেটপাড়ায় ক্ষোভ: অনেক নেটিজেন দিতিপ্রিয়ার এই বার্তায় ‘ইগো’ এবং ‘ফর্মালিটি’ খুঁজে পেয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, “কী ধরনের ফর্মালিটি! বোন, আগে ভালো মনের মানুষ হও… কারো প্রতি রাগ, বিরক্তি বা ঈর্ষা পোষণ করো না।” অন্য একজন মন্তব্য করেছেন, “আপনার কোন কো-স্টার একটু জানতে পারি… আপনি তো নামটাই নেননি… এখনও এত ইগো… নামও তো নাওনি আবার কাউকে ট্যাগও করোনি।” কেউ কেউ আরও কড়া ভাষায় লিখেছেন: “যখন তুমি কো-স্টার লেখো সেটা শুনতে ভীষণ ফেক লাগে… এমন উইশ করার থেকে বরং বিরত থাকলেই তোমার জন্য ভালো হতো। কো-স্টারের নাম নিতে সমস্যা কেন? রেস্পেক্ট করলে রেস্পেক্ট পাওয়া যায়।”

এই সমালোচনার মাঝেই জিতু কমলের সকল ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। উল্লেখ্য, অসুস্থ হওয়ার দিন জিতু শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে শুটিং করছিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy