টলিপাড়ার জন্য এই বছরটি ছিল তীব্র দোলাচলের বছর, যেখানে ফেডারেশনকে কেন্দ্র করে বিতর্ক, বিভাজন ও কোর্ট-কাছারির দৌড়ঝাঁপের ফলে কর্মক্ষেত্রে এক অচেনা অস্বস্তি নেমে এসেছিল। শিল্পী থেকে টেকনিশিয়ান—সকলের মধ্যেই দেখা গিয়েছিল তিক্ততার ছাপ। তবে বছরের অন্তিম প্রান্তে সেই কালো মেঘ সরতে শুরু করেছে, এবং শুটিং ফ্লোরে আবার ফিরছে একসুরে কাজের ছন্দ।
কর্মপরিবেশে মানবিক ছোঁয়া ও বেতন বৃদ্ধি
এই কঠিন সময়েও আশার আলো নিভে যায়নি। ফেডারেশনের উদ্যোগে কর্মপরিবেশকে আরও মানবিক করে তোলার পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে:
পারিশ্রমিক বৃদ্ধি: ছোটপর্দার কর্মীদের ৩০ শতাংশ এবং বড়পর্দার টেকনিশিয়ানদের ৩৩ শতাংশ পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে।
সুবিধা বৃদ্ধি: কাজের সময়সীমা বৃদ্ধির মধ্য দিয়ে স্বস্তি মিলেছে। উন্নত মানের পুষ্টিকর খাবার, প্রতিটি স্টুডিওতে সুশৃঙ্খল ক্যান্টিন এবং মহিলাদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার নিশ্চিত করা হয়েছে।
স্বচ্ছতা ও স্থিতিশীলতা: স্বচ্ছতার স্বার্থে একটি ত্রিপক্ষীয় কমিটি এবং একটি পৃথক পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে, যা এই পরিবর্তনের ভিতকে আরও শক্ত করেছে।
টেকনিশিয়ানদের জন্য বিশেষ সম্মান: ‘উৎকর্ষ সম্মান’
এই সব ইতিবাচকতার মাঝেই এল আরও একটি বড় খবর। ফেডারেশনের যুগ্ম সম্পাদক সুজিত কুমার হাজরা জানালেন এক নতুন উদ্যোগের কথা—‘উৎকর্ষ সম্মান’। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের ভাবনায় জন্ম নেওয়া এই প্রয়াস মূলত সেই সব কলাকুশলীদের মর্যাদা দিতে তৈরি, যাঁরা নীরবে কাজ করে যান, অথচ আলোয় আসার সুযোগ পান না।
সুজিত কুমার হাজরা জানান:
ফেডারেশন মোট ২৭টি গিল্ডের সমন্বয়ে গঠিত।
পরিচালনা বা মেকআপের মতো বিভাগগুলো নানা পুরস্কার মঞ্চে স্বীকৃতি পেলেও আর্ট সেটিং, লাইট সেটিং-এর মতো অপরিহার্য বিভাগগুলোর কর্মীরা এখনও পাদপ্রদীপের সামনে দাঁড়ানোর সুযোগ পাননি।
তাঁদের সেই অন্ধকার থেকে তুলে আনাই এই পুরস্কারের উদ্দেশ্য। ফেডারেশনের ৫৬ বছরের ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই ‘উৎকর্ষ সম্মান’-এর মূল উদ্দেশ্য হলো সিনেমা, সিরিয়াল, ডকুমেন্টারি, বিজ্ঞাপন কিংবা ইউটিউব সৃষ্টির নেপথ্যে থাকা সেই সব কর্মীদের নিরলস পরিশ্রম ও সৃষ্টিশীলতার প্রতি সম্মান জানানো, যাঁরা পর্দার ম্যাজিক তৈরি করেন।
১৪ ডিসেম্বর টেকনিশিয়ান স্টুডিয়োতে আয়োজিত হবে এই বছরের সবচেয়ে ভিন্নধর্মী সন্ধ্যা—যা সম্পূর্ণভাবে পর্দার আড়ালে থাকা শ্রমিকদের জন্য উৎসর্গীকৃত।