‘ওরা অশিক্ষিত, নোংরা পোশাক পরে আসে!’ পাপারাজ্জিদের নিয়ে মন্তব্য করে বড় বিতর্কে জয়া বচ্চন

অভিনেত্রী জয়া বচ্চনের সঙ্গে পাপারাজ্জিদের সম্পর্ক বরাবরই ‘অম্লমধুর’। প্রকাশ্যে ছবি শিকারিদের আচরণে একাধিকবার তিনি বিরক্তি প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিরক্তির আসল কারণ প্রকাশ করে এবার বড় বিতর্কে জড়ালেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

জয়া বচ্চন পাপারাজ্জিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, “এরা আবার সাংবাদিক নাকি! আমি জানি সাংবাদিক কাকে বলে, আমি এক সাংবাদিকের মেয়ে। এরা তো নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন, আজেবাজে প্রশ্ন। সব অশিক্ষিত। অশ্লীল মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়!” তিনি স্পষ্ট জানান, তাঁর সম্পর্কে যে যাই বলুক, তিনি এদের পছন্দ করেন না।

ক্ষুব্ধ পাপারাজ্জিরা:

জয়া বচ্চনের এই মন্তব্যে তীব্র অপমানিত ও ক্ষুব্ধ বোধ করছেন মুম্বইয়ের পাপারাজ্জিরা। ‘নোংরা পোশাক’ এবং ‘অশিক্ষিত’ মন্তব্যে রেগে লাল ছবি শিকারির দল। তাঁরা প্রশ্ন তুলেছেন, “ছবি শিকারিরা যদি না আসে, তাহলে প্রচার কীভাবে হবে?”

পাপারাজ্জিদের দাবি, অমিতাভ বচ্চন প্রতি রবিবার অনুরাগীদের সঙ্গে যে সাক্ষাৎ করেন, সেই খবরও তাঁদের হাত ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

জনপ্রিয় বলিউড ফটোগ্রাফার বরিন্দর চাওলা সংবাদমাধ্যমে জানিয়েছেন, “যখনই কোনও সেলেব আমাদের ছবি তুলতে বারণ করেন, আমরা সেই কথা শুনে চলি। তবে জয়াজির এমন মন্তব্য অনুচিত। জয়াজির বক্তব্য খুবই অপমানজনক।”

পাপারাজ্জিরা আরও উল্লেখ করেন, জয়ার মতে হয়তো তাঁরা সাংবাদিক বা সংবাদমাধ্যমের কর্মী নন, কিন্তু তাঁরা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, যা কিনা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তাই তাঁদের গুরুত্বও কোনও অংশে কম নয়। জয়া বচ্চনের এই মন্তব্যের জেরে বি-টাউনে নতুন বিতর্ক শুরু হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy