২০২২ সালে জোয়া আখতারের ‘আর্চিজ’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে হাতেখড়ি হলেও শাহরুখ-কন্যা সুহানা খান সেখানে আলাদা করে নজর কাড়তে পারেননি। বরং তাঁর অভিনয় দক্ষতা নিয়ে উঠেছিল প্রশ্ন। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চান না ‘বাদশা’ শাহরুখ খান! ২০২৬ সালে মুক্তি পেতে চলা তাঁর বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে চলেছে সুহানার, আর সেই প্রস্তুতির পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কিং খান নিজেই। এমনটাই দাবি করলেন পরিচালক ফারাহ খান।
দুবাইয়ের একটি অনুষ্ঠানে ফারাহ খান নিশ্চিত করেছেন যে, ‘কিং’ ছবিতে সুহানার চরিত্রটি অ্যাকশন-ভিত্তিক। আর এর জন্য সুহানার বিশেষ প্রশিক্ষণ চলছে, যার তদারকি করছেন স্বয়ং শাহরুখ খান। ফারাহ আরও জানান, সুহানা অত্যন্ত পরিশ্রমী এবং চরিত্রের জন্য কঠোর প্রস্তুতি নিচ্ছেন। ফলে প্রথমবারের মতো বাবা ও মেয়ের অনস্ক্রিন যুগলবন্দি দেখতে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে।
শাহরুখের জন্মদিনে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স এই ছবির নাম ঘোষণা করেছিল। ছবিটি পরিচালনা করছেন শাহরুখের ব্লকবাস্টার ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ছবিটি একটি হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার হলেও এতে কেবল গুলি-বোমার লড়াই নয়, বরং শাহরুখের নিজস্ব ক্লাসিক ঘরানার আবেগ ও সম্পর্কের গল্পও ফুটিয়ে তোলা হবে।
‘কিং’ ছবিতে শাহরুখ ও সুহানা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জয়দীপ আহলাওয়াত, রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, এবং আরশাদ ওয়ার্সির মতো তারকাদের। তবে সুহানার চরিত্রকে ‘স্টাইলিশ কিন্তু জটিল’ বলে বর্ণনা করা হয়েছে। এটি ওটিটি অভিষেকের পর সুহানার কেরিয়ারে একটি বিশাল মোড় বলে মনে করছে বলিউড মহল। অন্যদিকে, সম্প্রতি বিখ্যাত মার্কিন পত্রিকা ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর ২০২৫ সালের ৬৭ জন সবচেয়ে স্টাইলিশ ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় তারকা হিসেবে স্থান পেয়েছেন শাহরুখ খান।