ঐশ্বর্যর ভাষণে মুগ্ধ মোদী! ‘পোন্নিয়িন সেলভান’-এর পর প্রথম প্রকাশ্যে এসে কী বার্তা দিলেন বচ্চনবধূ?

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ঐশ্বর্য রাই বচ্চন বর্তমানে সিনেমা জগতে কিছুটা বেছে বেছে কাজ করলেও, ফ্যাশন ইভেন্ট ও বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি সবসময়ই নজর কাড়ে। সম্প্রতি, অন্ধ্রপ্রদেশের পুত্তপর্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে ঐশ্বর্যর দেওয়া একটি ভাষণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার সহ দেশের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সেই মঞ্চ থেকেই ঐশ্বর্য যে বার্তা দিয়েছেন, তা আপামর মানুষের মন ছুঁয়েছে।

ঐশ্বর্যর ভাইরাল বার্তা:

ঐশ্বর্য রাই বচ্চন তাঁর বক্তৃতায় মানবতার সারকথা তুলে ধরেন। তিনি বলেন, “এখানে একটাই জাতি আছে, মানবতার জাতি। এখানে একটাই ধর্ম আছে, ভালোবাসার ধর্ম। এখানে একটাই ভাষা আছে, হৃদয়ের ভাষা। আর এখানে একটাই ঈশ্বর আছেন, তিনি সর্বব্যাপী।” ঐশ্বর্যর এই গভীর কথাগুলো মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের প্রশংসা কুড়ায়।

মোদীকে ধন্যবাদ ও আশীর্বাদ:

ভাষণের পাশাপাশি ঐশ্বর্য রাই বচ্চনের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, অভিনেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন। ঐশ্বর্য রাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান।

প্রসঙ্গত, ঐশ্বর্য রাই বচ্চনকে শেষবার দেখা গিয়েছিল মণি রত্নম পরিচালিত ঐতিহাসিক উপন্যাসভিত্তিক বিশাল বাজেটের ছবি ‘পোন্নিয়িন সেলভান’-এর দুই পর্বে। দশম শতাব্দীর চোল সম্রাটের সিংহাসন, বিপদ এবং সেনাবাহিনী, শত্রু ও বিশ্বাসঘাতকদের মধ্যে লড়াইয়ের গল্প বলেছিল এই ছবিটি। ঐশ্বর্য রাই ছাড়াও বিক্রম, তৃষা, জয়ম রবি, কার্তি সহ একঝাঁক তারকা এই ছবিতে অভিনয় করেছিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy