ছোটপর্দার দুই পরিচিত মুখ, অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং শিরিন পাল, বর্তমানে নিজেদের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকলেও তাঁদের বন্ধুত্বের শিকড় প্রোথিত বহুদিনের গভীরে—যা স্কুলজীবন, নাচ ও নাটকের মঞ্চ পেরিয়ে এখন টিভির সেটে এসে মিলেছে। সম্প্রতি ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের অভিনেত্রী আরাত্রিকা মাইতি তাঁর পুরোনো বান্ধবী শিরিন পালকে ছোটপর্দায় স্বাগত জানাতে একগুচ্ছ বাল্যকালের ছবি পোস্ট করেছেন।
স্কুল থেকে সেট: আরাত্রিকা-শিরিনের গল্প
ছবিতে যে দুই কিশোরীকে দেখা যাচ্ছে, তাঁরা হলেন—’জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের উজি ওরফে আরাত্রিকা মাইতি এবং সদ্য ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দিতিপ্রিয়া রায়ের জায়গায় অপর্ণা চরিত্রে এন্ট্রি নেওয়া শিরিন পাল।
আরাত্রিকা তাঁর পোস্টে লেখেন, “কেমন যেন গল্পের মতো না!? একই স্কুল, একসাথে নাচ, একসাথে নাটক, একসাথে মক পার্লামেন্ট! একসাথে বেড়ে ওঠা!” তিনি শিরিনকে ডাকনাম ধরে ‘রূপসী দি’ বলেও শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, এই দুই অভিনেত্রীই ঝাড়গ্রামের মেয়ে।
নতুন অপর্ণাকে নিয়ে বিতর্ক: জিতু কামালের কড়া জবাব
শিরিন পালের জন্য টেলিভিশনের সফর সহজ ছিল না। দিতিপ্রিয়া রায় ধারাবাহিক ছেড়ে দেওয়ার পর অডিশন এবং লুক সেটের মাধ্যমে শিরিনকে নতুন অপর্ণা হিসেবে চূড়ান্ত করা হয়। তাঁর অভিনয় প্রকাশ হওয়ার পরই দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে—কেউ কেউ প্রশংসা করলেও, অনেকে দিতিপ্রিয়াকেই বেশি মানাত বলে মত দেন।
এই বিতর্কের মাঝেই সহ-অভিনেতা জিতু কামাল শিরিন পালের সমর্থনে কড়া বার্তা দেন। তিনি লেখেন:
“সবার কোনো না কোনো দিন প্রথম হয়। সবার একটা শুরু থাকে। ও নতুন অভিনেতা নয়, অত্যন্ত ম্যাচিওর একজন থিয়েটার কর্মী। বহু বছরের অভিজ্ঞতা ওঁর। উৎসাহিত করতে, নাই চাইতে পারেন। দয়া করে নিরুৎসাহিত করবেন না। কাজ দেখে বিচার করবেন।”
উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে জটিলতা তৈরি হওয়ার পর জিতু কামাল ছোটপর্দায় কাজ না করার সিদ্ধান্ত নিলেও, টিআরপি তালিকায় সেরা দশে নিজের জায়গা ধরে রেখেছে এসভিএফ প্রযোজিত এই মেগা।