একদিকে ‘মিঠিঝোরা’-র স্রোত, অন্যদিকে ‘কনে দেখা আলো’-র সুদেব! নতুন মিউজিক ভিডিও নিয়ে ফিরলেন মৈনাক, কার সঙ্গে বিয়ে হলো ‘বর এল’-এ?

জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’-তে স্রোত এবং সার্থকের জুটি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিল। স্রোতের চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী এবং সার্থকের ভূমিকায় ছিলেন অভিনেতা মৈনাক ঢোল। তাঁদের পর্দার রসায়ন এতটাই হিট হয়েছিল যে, মেগা শেষ হওয়ার পরেও দর্শকরা বারবার তাঁদের একসঙ্গে দেখার আবদার জানাতে থাকেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। এই সুখবরটি জানিয়েছেন খোদ অভিনেতা মৈনাক ঢোল।

পর্দা বা মেগা নয়, মিউজিক ভিডিওতে কামব্যাক:

মৈনাক ঢোল আজকাল ডট ইন-কে স্বপ্নীলার সঙ্গে তাঁর নতুন কাজ প্রসঙ্গে বলেন, “হ্যাঁ, খবরটা সত্যি। আমরা আবারও একসঙ্গে আসছি। তবে বড়পর্দা বা ছোটপর্দায় নয়, বরং মিউজিক ভিডিওতে।”

এই কাজ নিয়ে মৈনাক বেশ উত্তেজিত। তিনি জানান, “আগামী ২৭ তারিখ রিলিজ করছে আমাদের এই কাজটা। শুটিং অনেক দিন আগেই হয়ে গিয়েছে। স্রোত মানে স্বপ্নীলার সঙ্গে অনেকদিন পর জুটি বাঁধছি। খুবই উত্তেজিত।”

‘হিরো’ হলো একটি ঘড়ি:

মিউজিক ভিডিওটির বিষয়বস্তু প্রসঙ্গে মৈনাক জানান, “অন্যরকমের একটা ভাবনা নিয়ে কাজটা। এর আগে এমন কিছুতে কখনও কাজ করিনি। গল্পতে একটা ঘড়ি আছে, ওটাই হিরো। এর বেশি বলে দিলে ব্যাপারটা নষ্ট হয়ে যাবে।” জানা গিয়েছে, গানটি গেয়েছেন রূপক তিওয়ারি এবং পূর্বিতা শ্যামা বন্দ্যোপাধ্যায়। এএফএম অরগ্যানিক এই মিউজিক ভিডিওটির প্রযোজনা করেছে।

মৈনাকের আরও একটি নতুন কাজ:

কেবল স্রোত-সার্থক জুটির এই কাজই নয়, মৈনাক ঢোল আরও একটি নতুন মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সদ্যই শেষ হলো তাঁর ‘বর এল’ গানের শুটিং। এই কাজ প্রসঙ্গে মৈনাক বলেন, “রিলিজ ডেট এখনও জানি না। শুটিং হয়ে গিয়েছে। এটি একটি বিয়ের সিকোয়েন্স। বিয়ের গানের উপরেই ভিডিও।” সারেগামাপা খ্যাত গায়িকা অঙ্কিতা ভট্টাচার্যর গাওয়া এই গানটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যও। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে মৈনাককে বরবেশে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, সার্থক হিসেবে খ্যাতি পেলেও, মৈনাক ঢোল এখন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কনে দেখা আলো’য় নায়কের ভূমিকায় পরিচিত মুখ। এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম সুদেব। এখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন সাইনা চট্টোপাধ্যায় (লাজু) এবং নন্দিনী দত্ত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy