‘একদম উলঙ্গ, কাপুর বংশের কোনো সভ্যতা ওর মধ্যে নেই’! রণবীর কাপুরকে নিয়ে বিস্ফোরক দাবি পীযূষ মিশ্রের

বলিউডের জনপ্রিয় গীতিকার, লেখক এবং অভিনেতা পীযূষ মিশ্র সম্প্রতি রণবীর কাপুর সম্পর্কে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন, যা মুহূর্তে শিরোনামে উঠে এসেছে। রণবীরের অভিনয় প্রতিভার প্রশংসা করলেও, ব্যক্তিগত আচরণ নিয়ে তিনি কঠোর সমালোচনা করেছেন।

ললন টপকে দেওয়া এক সাক্ষাৎকারে পীযূষ মিশ্র বলেন, এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে যদি সবচেয়ে ‘ট্যালেন্টেড’ কেউ হন, তবে তিনি হলেন রণবীর কাপুর। রণবীরের মতো ‘বিন্দাস’ অভিনেতা বলিউডে খুব কমই রয়েছে।

তবে প্রশংসা করার পরই পীযূষ রণবীরের আচরণ নিয়ে মন্তব্য করে বলেন, “ওর মতো অসভ্য, অভদ্র নায়ক খুব কমই রয়েছে। একেবারে নিজের মতো এগিয়ে চলেছে।” তিনি বিস্ফোরক মন্তব্য করে যোগ করেন, “একেবারেই অসভ্য, একদম উলঙ্গ, কাপুর বংশের কোনও সভ্যতা, ভদ্রতা ওর মধ্যে নেই!”

পীযূষ মিশ্র এই মন্তব্যের মাধ্যমেই বুঝিয়ে দেন যে রণবীর কাপুর বংশের রক্ত বহন করলেও, ঐতিহ্যের ভার তিনি কাঁধে নেন না। তিনি আরও বলেন, “ওর স্টার হওয়ার আগে আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। কোনও চাপই রণবীরকে ক্লান্ত করতে পারে না। ক্যামেরা চালু হলে, একরকম মানুষ। ক্যামেরা অফ হলে আরেকরকম।”

অভিনয়ের ক্ষেত্রে রণবীরের এই ‘কাপুর-পদবি’র ভার না নেওয়াকেই তাঁর সাফল্যের মূল কারণ হিসেবে দেখছেন পীযূষ। তাঁর কথায়, “অভিনয় করার সময় কাপুর বংশের কোনওরকম ওজন কাঁধে নিয়ে চলে না। ক্যামেরা অন হলে ও শুধুই রণবীর, কাপুর পদবিকে অনেক দূরে সরিয়ে আসে।”

প্রসঙ্গত, রণবীর কাপুর বর্তমানে সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এই ছবিতে রণবীর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটের পাশাপাশি পীযূষ মিশ্রকেও অভিনয় করতে দেখা যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy