“আমি নিজে কবে মহান হব?” রামু-র রসিকতার জবাবে কী বললেন আদিত্য ধর? তুঙ্গে চর্চা!

বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর জয়জয়কার অব্যাহত। আর এই আকাশচুম্বী সাফল্যের মাঝেই নজর কাড়ছে পরিচালক আদিত্য ধর ও বর্ষীয়ান পরিচালক রাম গোপাল বর্মার সোশ্যাল মিডিয়া আলাপচারিতা। আদিত্য খোলাখুলি স্বীকার করেছেন, তাঁর বড় অনুপ্রেরণা খোদ ‘রামু’। মুম্বইয়ে এক স্যুটকেস স্বপ্ন নিয়ে আসার সময় আরজিভি-র সঙ্গে কাজ করার যে ইচ্ছা তিনি মনে পুষে রেখেছিলেন, তা আজ সার্থক হয়েছে তাঁর সিনেমার দর্শনে।

রাম গোপাল বর্মা সোশ্যাল মিডিয়ায় রসিকতা করে লিখেছিলেন, রাজামৌলি থেকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কিংবা আদিত্য ধর—সবাই তাঁর ভক্ত হলেও তিনি নিজে কবে ‘মহান’ হবেন? এর উত্তরে আদিত্য ধর এক আবেগঘন বার্তায় জানান, যখন ভারতীয় সিনেমায় কোনো গাইডলাইন ছিল না, তখন আরজিভি ঝুঁকি নিয়ে পথ দেখিয়েছিলেন। আদিত্যের কথায়, “ধুরন্ধর আজ দৌড়তে পারছে কারণ আপনি আমাদের হাঁটতে শিখিয়েছিলেন।” বাস্তব ঘটনার প্রেক্ষাপটে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)-এর গোপন অপারেশন ও পাকিস্তানের করাচির ‘অপারেশন লায়ারি’ নিয়ে তৈরি এই ছবি দর্শকদের মন জয় করেছে। ছবির দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর পার্ট ২’ মুক্তি পেতে চলেছে ১৯ মার্চ ২০২৬-এ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy