গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার চেষ্টা ঘিরে উত্তাল টলিপাড়া। তবে ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অভিনেতা ও ব্লগার সায়কের নাম। তাঁদের মধ্যে ‘পরকীয়া’ সম্পর্কের জল্পনা ছড়িয়ে পড়তেই এবার মেজাজ হারালেন সায়ক। একটি ফেসবুক ভিডিওতে তিনি সাফ জানান, “দেবলীনা আমার বন্ধু। অনেকের মানসিকতা এমন যে বন্ধু মানেই একটু ‘করে’ আসা, কিন্তু আমি ওরকম নই। ওর বিয়ে ভাঙার হলে আমি কেন ওর বিয়েতে গিয়ে নাচতাম?”
পরিস্থিতি জটিল হতেই ময়দানে নেমেছেন সায়কের দাদা। ফেসবুকে কড়া ভাষায় ভাইকে সতর্ক করে তিনি লেখেন, “সোশ্যাল মিডিয়া এখন বৃহৎ খাপ পঞ্চায়েতের জায়গা। আজকের পর দেবলীনাকে নিয়ে তোর দিক থেকে আর কোনো ভিডিও বা কমেন্ট আমি যেন না দেখি।” দাদার এই নির্দেশে সায়ক সম্মতি জানালেও নেটিজেনদের একাংশ এখনও এই বন্ধুত্বের রসায়ন নিয়ে প্রশ্ন তুলছেন। দেবলীনার বর্তমান শারীরিক অবস্থা এবং এই রহস্যময় সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।