অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতার কারণে যখন গোটা দেওল পরিবার হাসপাতাল ও বাড়িতে ব্যস্ত, তখনই পাপারাৎজিদের লাগাতার ধাওয়া করা নিয়ে মেজাজ হারালেন সানি দেওল। জুহুর বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় দেখে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। সেই ঘটনার ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গত ১০ দিনেরও বেশি সময় ধরে বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি ছিলেন। এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের পাশাপাশি শাহরুখ খান, সলমন খান থেকে শুরু করে গোবিন্দার মতো তারকারা হাসপাতালে ছুটেছেন বর্ষীয়ান অভিনেতাকে দেখতে। আর পাপারাৎজিরা বারবার ভিড় করে গাড়ি আটকে ছবি ও ভিডিও তোলার চেষ্টা করেছেন।
একদিকে বাবার ভুয়ো মৃত্যুর খবর ছড়ানো এবং অন্যদিকে এই কঠিন সময়ে পাপারাৎজিদের লাগাতার পিছু নেওয়াকে কেন্দ্র করে নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি বড় ছেলে সানি দেওল। কড়া ভাষায় তিনি পাপারাৎজিদের ধমক দেন।
ভাইরাল ভিডিওতে সানির ক্ষোভ:
ভাইরাল ভিডিওতে সানি দেওলকে হাতজোড় করে বলতে শোনা যায়: “আপনাদের সকলের লজ্জা পাওয়া উচিত। তোমাদের বাড়িতেও বাবা-মা আছেন, সন্তান আছেন, আর তারপরেও আপনারা ভিডিও তুলে যাচ্ছেন। আপনাদের লজ্জা করে না?”
এই ভিডিও সামনে আসার পর নেটিজেনরাও সানির সমর্থনে মুখ খুলেছেন। একজন নেটিজেন লিখেছেন, “সানিজির সঙ্গে সম্পূর্ণভাবে একমত। দয়া করে পরিবারকে একান্ত সময় কাটাতে দিন।” অন্য একজন লিখেছেন, “তাঁর রেগে যাওয়ার একাধিক কারণ আছে।”
প্রসঙ্গত, এর আগে ধর্মেন্দ্রর ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেয়ে এষা দেওল ও স্ত্রী হেমা মালিনী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা জানান, ৮৯ বছর বয়সী অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং এখন আগের থেকে ভালো আছেন। বুধবার ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাড়িতেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে।