অমিতাভ বচ্চনকে দেখে আবেগপ্রবণ দিলজিৎ! KBC-র ভাইরাল প্রোমোতে কবে দেখা যাবে এই বিশেষ পর্ব?

জনপ্রিয় ক্যুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-তে এবার অতিথি হিসেবে হাজির হলেন পঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh)। মেগাস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে তাঁর গান-গল্প এবং মজাদার কথোপকথনের একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের তরফে প্রকাশিত প্রোমো ভিডিয়োতে দেখা যায়, দিলজিৎ শোয়ে এসে আবেগপ্রবণ হয়ে মেগাস্টার অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেন এবং তাঁর আশীর্বাদ নেন। এরপর বিগ বি দিলজিৎকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন।

প্রোমোতে অমিতাভ বচ্চন দিলজিৎকে পাঞ্জাবের পুত্র বলে সম্বোধন করে বলেন, “পাঞ্জাব দে পুত্র দিলজিৎ দোসাঞ্জকে হার্দিক অভিনন্দন জানাই।” ক্যুইজ খেলার পাশাপাশি দিলজিতের গান ও মজাদার কথায় পর্বটি বেশ জমে উঠেছে বলে মনে করছেন দর্শকরা। তবে কবে এই বিশেষ পর্বটি টেলিকাস্ট হবে, সেই বিষয়ে এখনও তারিখ ঘোষণা করা হয়নি।

চলতি বছর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ তার ২৫ বছরের পথ চলার উদযাপন করছে। ২০০০ সালের ৩ জুলাই প্রথমবার টেলিভিশনের পর্দায় এই শোয়ের যাত্রা শুরু হয়। ব্রিটিশ টেলিভিশন শো ‘হু ওয়ান্টস টু বি আ মিলিনিয়র’ থেকে অনুপ্রাণিত এই শো অল্প সময়ের মধ্যেই ভারতের সবচেয়ে বেশি দেখা জনপ্রিয় শো-তে পরিণত হয়।

এই শোয়ের হাত ধরেই অমিতাভ বচ্চন বড় পর্দা থেকে ছোট পর্দায় সফলভাবে পা রাখেন। ২০০৬ সালে শাহরুখ খান কিছুদিনের জন্য তাঁর জায়গা নিলেও, টিআরপি-তে বিশেষ সাফল্য না আসায় খুব দ্রুতই হট সিটে ফের ফিরে আসেন অমিতাভ বচ্চন। সেই থেকে তাঁর এই জার্নি অবিরাম চলছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy