বলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra) অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রায় এক সপ্তাহ ধরে ভর্তি থাকার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে অভিনেতার টিম এবং চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। আপাতত বাড়ি থেকেই তাঁর সমস্ত চিকিৎসা চলবে।
👉 ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা: রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হলেও, গত সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছিল। এরপরই অভিনেতা প্রয়াত হওয়ার ভুয়ো গুজব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অবশেষে মঙ্গলবার সকালে ধর্মেন্দ্র-কন্যা এষা দেওলের টুইট সেই গুজবে ইতি টানে এবং অভিনেতার স্থিতিশীল থাকার খবর প্রকাশ্যে আসে।
👉 টিমের বার্তা ও গোপনীয়তা: ধর্মেন্দ্রের টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর স্থিতিশীল থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। একইসঙ্গে সকলকে অনুরোধ জানানো হয়, অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ভুয়ো খবর না ছড়ানোর জন্য এবং ধর্মেন্দ্র ও তাঁর পরিবারের প্রতি যেন সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হয়।
👉 তারকামহলের ভিড়: হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁকে দেখতে গিয়েছিলেন পুত্র সানি দেওল ও ববি দেওল, কন্যা এষা দেওল এবং ববি দেওলের স্ত্রী তন্যা দেওল। এছাড়াও, প্রিয় ছেলে সলমন খান, শাহরুখ খান, আরিয়ান খান, করণ জোহর, গোবিন্দা এবং আমিশা প্যাটেল সহ বলিউডের বহু তারকা তাঁকে দেখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভিড় করেন।
👉 কাজ: অভিনেতা ধর্মেন্দ্র ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন। শেষবার তাঁকে কৃতি শ্যানন ও শাহিদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে দেখা গিয়েছিল। অভিনেতার সুস্থতা কামনার মধ্যেই জানা গিয়েছে, ডিসেম্বরে তাঁর অভিনীত ছবি ‘ইক্কিস’ মুক্তি পাবে।