বলিউডের তারকা দম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা সবেমাত্র পাঁচ মাস হলো বাবা-মা হয়েছেন। ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে এই মুহূর্তে বেজায় ব্যস্ত তারকা জুটি। দীর্ঘদিন ধরেই অনুরাগীদের কৌতূহল ছিল—এই জুটি তাদের মেয়ের নাম কী রাখবেন? অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।
শুক্রবার কিয়ারা ও সিদ্ধার্থ যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের মেয়ের প্রথম ঝলক সামনে আনলেন এবং তার নাম ঘোষণা করলেন।
এই আবেগঘন পোস্টে কিয়ারা লেখেন, “আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনে সেরা আশীর্বাদ, আমাদের রানি।”
এরপরেই তাঁরা তাঁদের মেয়ের মিষ্টি নাম ঘোষণা করেন: সরায়াহ মালহোত্রা (Saraayah Malhotra)।
এই পোস্টটি সামনে আসার পরই শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা ‘সরায়াহ মালহোত্রা’কে ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন।