কিঁউকি সাস ভি কভি বহু থি’ সিরিয়ালের শুটিং সেট থেকেই শুরু হয়েছিল তাঁদের ভালোবাসার গল্প। দুই দশকেরও বেশি সময় পর সেই সম্পর্ক পেল পরিণতি। অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অশ্লেষা সাওয়ান্ত এবং সন্দীপ বাসওয়ানা।
প্রায় ২৩ বছর পর আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টেলিভিশনের এই দুই পরিচিত তারকা। ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে তাঁরা তিশা মেহতা বিরানি এবং সাহিল বিরানির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।
বৃন্দাবনে চুপিসারে বিয়ে
এই লাভ জুটি গত ১৬ নভেম্বর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরে পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তাঁদের ভালোবাসার সম্পর্কে সিলমোহর দেন। অনুষ্ঠানটি অত্যন্ত গোপন রাখা হয়েছিল।
অভিনেত্রী অশ্লেষা সাওয়ান্ত রবিবার ইনস্টাগ্রামে বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর শেয়ার করেন। এদিন তাঁকে গোলাপি শাড়িতে, সিম্পল অথচ অত্যন্ত এলিগ্যান্ট লুকে দেখা যায়। অন্যদিকে, সন্দীপকে দেখা গিয়েছে বেবি পিঙ্ক কুর্তা-পায়জামা এবং ম্যাচিং জ্যাকেটে।
ছবি শেয়ার করে অশ্লেষা ক্যাপশনে লেখেন:
“এবং ঠিক এভাবেই, আমরা একটি নতুন অধ্যায়ে পা রাখলাম মিস্টার অ্যান্ড মিসেস হিসাবে… । আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই সকলকে।”
স্মৃতি ইরানির আবেগঘন পোস্ট
তাঁদের বিয়েতে আবেগপ্রবণ হয়ে পড়েন ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’-এর মূল অভিনেত্রী স্মৃতি ইরানি। তিনি এই জুটির বিয়ের একটি ছবি শেয়ার করে নিজের মনের কথা তুলে ধরেন। স্মৃতি লেখেন, “কিছু প্রেমের গল্প সবচেয়ে আকর্ষণীয় মোড় নেয়। এগুলো কোনও নিয়ম মেনে শুরু হয় না, বরং তাতে থাকে অন্যরকম বাস্তবতা। এগুলো সাহচর্য ছাড়া আর কিছুই প্রতিশ্রুতি দেয় না। এগুলো কেবল এই সত্যকে সামনে আনে যে সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা কমে যেতে পারে, কিন্তু বন্ধুত্ব কমে না। আর সেই সত্য থেকেই শুরু হয় একটি সুন্দর-যদিও ভিন্ন-যাত্রা.. অশ্লেষা আর সন্দীপ সবসময়ই এরকম আলাদা…”
কর্মজীবনের হালহকিকত
উল্লেখ্য, ২০০২ সালে স্মৃতি ইরানির এই জনপ্রিয় ধারাবাহিকের সেটেই অশ্লেষা এবং সন্দীপের প্রেমের গল্প শুরু হয়েছিল। বহু বছর একসঙ্গে থাকার পর তাঁরা অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন।
বর্তমানে অশ্লেষা ‘ঝনক’ ধারাবাহিক নিয়ে ব্যস্ত। এছাড়া, তাঁকে রূপালি গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’-তেও অনুজ (গৌরব খান্না)-এর শ্যালিকা বরখা রূপে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারকা থেকে শুরু করে অনুরাগীরা, সকলেই এই দুই তারকার নতুন অধ্যায়ের সূচণায় শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন।