‘অড আপনার মানসিকতা’ এক বছরের কন্যাকে নিয়ে কটাক্ষ, পাল্টা জবাব দিলেন শ্রীময়ী চট্টোরাজ মল্লিক

সোশ্যাল মিডিয়ার জগতে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করা এখন সাধারণ ঘটনা। কিন্তু সেই আঘাত যখন তারকাদের পরিবার বা সন্তানদের দিকে ধেয়ে আসে, তখন তা চরম বিতর্কের সৃষ্টি করে। এবার এই কুরুচির শিকার হলো কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ মল্লিকের (Sreemoyee Chattoraj Mullick) মাত্র এক বছরের কন্যা কৃষভি।

ঘটনা ও অশালীন মন্তব্য
ঘটনার সূত্রপাত হয় শ্রীময়ীর একটি রিল ভিডিও থেকে। ভিডিওটিতে দেখা যায়, কৃষভি মায়ের কোলে বসে আছে এবং মেকআপ আর্টিস্ট শ্রীময়ীর মুখে ব্রাশ চালাচ্ছেন। এই বিষয়টি খুদের পছন্দ না হওয়ায় তার মুখটা গম্ভীর হয়ে রয়েছে। মজার ছলে বানানো সেই ভিডিওর কমেন্ট বক্সে এক মহিলা অশালীন মন্তব্য করেন:

“বাচ্চা আদুরে জিনিস, কিন্তু এই বাচ্চাটাকে দেখতে খুব অড লাগে! বাবার হুবহু কপি। বাবার পুরনো কাজের কথা মনে পড়ে যায়। আরেকটা বাচ্চার সঙ্গে হওয়া অন্যায় চোখে ভাসে।”

অর্থাৎ, মন্তব্যকারী কাঞ্চন মল্লিকের দ্বিতীয় বিবাহ এবং তাঁর প্রথম পক্ষের পুত্র ওশ-এর প্রসঙ্গ টেনে এক বছরের শিশুকন্যা কৃষভিকে আক্রমণ করেন।

কড়া জবাব দিলেন শ্রীময়ী
নিজের সন্তানকে নিয়ে এমন টেনে আনা মন্তব্য দেখে চুপ থাকতে পারেননি শ্রীময়ী। তিনি অবিলম্বে কড়া ভাষায় পালটা জবাব দেন:

“অড আপনার মানসিকতা। নিজেকে আয়নায় দেখেছেন কখনও? আয়নাও যে ভয় পাবে, সে হদিস আপনার নেই।”

শ্রীময়ীর এই কড়া উত্তর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দেয়।

বিবাদের অতীত প্রেক্ষাপট
কাঞ্চন মল্লিক ও তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ২০২১ সাল থেকে। সেই সময় থেকেই শ্রীময়ীর নাম নানা অভিযোগে জড়িয়ে পড়ে। দীর্ঘ আইনি টানাপড়েনের পর, ২০২৫ সালের জানুয়ারিতে কাঞ্চন-পিঙ্কির ডিভোর্স চূড়ান্ত হয়। কাঞ্চন তাঁদের পুত্র ওশ-এর (বয়স ১১) ভরণপোষণের জন্য ৫৬ লক্ষ টাকা দেন।

ডিভোর্সের পরপরই, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কাঞ্চন ও শ্রীময়ী আইনি বিয়ে করেন এবং মার্চে সামাজিক বিয়ে হয়। সেই বছরের অক্টোবরেই তাঁদের প্রথম সন্তান কৃষভি জন্ম নেয়। তৃতীয় বিয়ে, ২৭ বছরের বয়সের পার্থক্য এবং বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তানের আগমন—এই সবকিছুর জন্য এই দম্পতিকে বারবার ট্রোলের শিকার হতে হয়েছে। এবং প্রতিবারই শ্রীময়ী ট্রোলের জবাব দিতে এগিয়ে এসেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy