৮ বছরের লড়াইয়ে ‘পরীক্ষায় পাশ’ আমির খান কন্যা ইরা খান! জীবনের আলো ফিরে পেলেন এই তারকা সন্তান, থেরাপি শেষ নিয়ে বড় ঘোষণা

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো লুকোচুরি করেন না অভিনেতা আমির খান (Aamir Khan) কন্যা ইরা খান (Ira Khan)। তবে গত আট বছর ধরে তিনি যে অবসাদের (Depression) সঙ্গে লড়ছিলেন, সেই কঠিন যাত্রার কথা আগেই প্রকাশ্যে এনেছিলেন। অবশেষে সেই লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলো। ইরা খান জানিয়েছেন, দীর্ঘদিনের থেরাপির সেশন তিনি শেষ করেছেন এবং এই যুদ্ধে তিনি ‘পরীক্ষায় পাশ’ করেছেন।

৮ বছরের লড়াইয়ের পর স্বস্তি
ইরা খান সম্প্রতি জানিয়েছেন, বাবা আমির খান ও মা রিনা দত্তের বিচ্ছেদের প্রভাব তাঁর ওপর পড়েছিল। এই মানসিক আঘাতের ফলেই তিনি গত ৮ বছর ধরে অবসাদের চিকিৎসা করাচ্ছিলেন এবং নিয়মিত ওষুধ খাচ্ছিলেন।

দীর্ঘ লড়াই শেষে ইরা জানালেন, তিনি তাঁর থেরাপির সেশন শেষ করেছেন। তাঁর কথায়, ‘অবসাদের সঙ্গে লড়াইয়ের পরীক্ষায় পাশ করেছি।’

চিকিৎসক কী বললেন ইরাকে?
ইরা খান স্পষ্ট করে দিয়েছেন, থেরাপি শেষ হওয়ার অর্থ এই নয় যে তাঁর সম্পূর্ণ চিকিৎসা শেষ হয়েছে। তাঁকে হয়তো আরও কিছুদিন ওষুধ খেয়ে যেতে হবে। তবে চিকিৎসকের পক্ষ থেকে এসেছে স্বস্তির বার্তা:

চিকিৎসক জানিয়েছেন, ইরার আর থেরাপির প্রয়োজন নেই।

ইরা এখন নিজের জীবন নিজে পরিচালনা করার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী।

চিকিৎসক আশা প্রকাশ করেছেন, ইরা বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারবেন এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা এলে, তিনি নিজেই সামলে নিতে পারবেন।

দীর্ঘ ৮ বছরের লড়াইয়ের পর ইরা আবেগতাড়িত হয়ে মন্তব্য করেছেন, “এটা হয়তো বলার মতো কিছু নয়, কিন্তু তারপরেও মনে হচ্ছে, আমি পাশ করে গিয়েছি।”

প্রসঙ্গত, জীবনের কঠিন সময়ে আমির খান নিজেও ইরার পাশে থেকেছেন। পাশাপাশি, স্বামী ও ফিটনেস ট্রেনার নুপুর শিখরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ইরার জীবন অনেকটাই বদলেছে। নিয়মিত শরীরচর্চা ও জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তনের কারণে তাঁর মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে, যা আলোর পথে তাঁর এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy