২০২৬-এর সবথেকে বড় ধামাকা! এক পর্দায় কিং খান ও থালাইভা, ‘জেলার ২’ নিয়ে তোলপাড় দাক্ষিণাত্য

২০২৩ সালে বক্স অফিসে তুফান তুলেছিল রজনীকান্তের ‘জেলার’। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ধামাকা করতে আসছে ‘জেলার ২’। আর এই সিক্যুয়েলকে ঘিরে যে নতুন তথ্য সামনে এসেছে, তাতে উত্তেজনার পারদ চড়ছে উত্তর থেকে দক্ষিণ—সবখানেই। পরিচালক নেলসন দিলীপকুমারের এই মেগা প্রজেক্টে এবার যুক্ত হচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান!

খবরটি কোনো গুজব নয়, বরং খোদ বলিউড মহাগুরু মিঠুন চক্রবর্তী এই বড় সারপ্রাইজের কথা নিশ্চিত করেছেন। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করা মিঠুন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, শাহরুখ খান এই ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন। রজনীকান্ত ও শাহরুখকে একই স্ক্রিনে দেখা প্যান-ইন্ডিয়া সিনেমার ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।

যদিও শাহরুখের চরিত্রটি ক্যামিও না কি পূর্ণদৈর্ঘ্যের, তা নিয়ে নেলসন কিছুটা সাসপেন্স বজায় রেখেছেন। তবে সূত্রের খবর, চরিত্রটি ছবির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো শক্তিশালী হবে। এই ছবিতে নক্ষত্র খচিত কাস্টিংয়ে রয়েছেন মোহনলাল, শিবরাজকুমার, বিজয় সেতুপতি এবং বিদ্যা বালানের মতো তারকারা। ২০২৬ সালের ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবি। ২২০ কোটি বাজেটের প্রথম পর্বটি ৬৫০ কোটির ব্যবসা করেছিল, এবার শাহরুখ-রজনী জুটিতে সেই রেকর্ড কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy