১০০০ কোটির ক্লাবে রণবীর, নিষিদ্ধ আরব দুনিয়া! বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া, আবেগপ্রবণ অমিতাভ

রণবীর সিং অভিনীত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’ এখন বক্স অফিসের রাজা। আদিত্য ধর পরিচালিত এই ছবিটি ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হিসেবে ১০০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। তবে অভাবনীয় সাফল্যের মাঝেই দানা বেঁধেছে বিতর্ক। সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ও স্পর্শকাতর রাজনৈতিক প্রেক্ষাপট ফুটিয়ে তোলার কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি। সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো দেশগুলোতে প্রদর্শনের অনুমতি মেলেনি। বিদেশি ডিস্ট্রিবিউটর প্রণব কাপাডিয়া জানিয়েছেন, এই নিষেধাজ্ঞার ফলে তারা প্রায় ৯০ কোটি টাকার ব্যবসা হারিয়েছেন। তবে বিদেশের এই ধাক্কা সামলে সিনেমাটির দ্বিতীয় পার্ট আগামী মার্চে বড় পর্দায় আসতে চলেছে।

অন্যদিকে, কেরিয়ার নিয়ে বড় পদক্ষেপ নিলেন আলিয়া ভাট। সঞ্জয় লীলা বনশালির আগামী প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর জন্য তিনি আপাতত অন্য সব কাজ বন্ধ রেখেছেন। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র সাফল্যের পর বনশালির সঙ্গে কাজ করাকে জীবনের ‘মহামূল্যবান অভিজ্ঞতা’ বলছেন আলিয়া। অভিনেত্রীর সাফ কথা, এখন সংখ্যার চেয়ে কাজের গুণগত মানই তাঁর কাছে শেষ কথা।

বলিউডের চিরকালীন বন্ধুত্বের নজির ফের দেখা গেল ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে। নিজের পুরনো বন্ধু ধর্মেন্দ্রর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মেগাস্টার অমিতাভ বচ্চন। জয়-বীরুর সেই অমলিন বন্ধুত্বের কথা বলতে গিয়ে বিগ বি জানান, ধর্মেন্দ্র কেবল একজন সহ-অভিনেতা নন, তিনি তাঁর কাছে এক গভীর অনুভূতির নাম। পর্দার ধরণজিকে নিয়ে অমিতাভের এই আবেগী বার্তা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy