বছরের শেষ লগ্নে টলিউডে বিষাদের সুর। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক। সোমবার সকাল ৮:৫০ মিনিটে রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত।
পরিচালক বাবু বণিক তাঁর দীর্ঘদিনের বন্ধুর প্রয়াণের খবরটি সমাজমাধ্যমে প্রথম জানান। ফুসফুসের ক্যানসার (অ্যাডিনোকার্সিনোমা) তাঁর শরীরে ছড়িয়ে পড়েছিল। চিকিৎসার বিপুল খরচ সামাল দিতে তাঁর পরিবার যথাসাধ্য চেষ্টা করেছিল। এমনকি তাঁর ছেলে অচ্যুত আদর্শ সমাজমাধ্যমে মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যও চেয়েছিলেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চিরবিদায় নিলেন শ্রাবণী। তনুকা চট্টোপাধ্যায়, সোহন বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাসের মতো সহকর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
‘জাহানারা’, ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলি আলাপ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। অভিনেত্রী সোহন বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “আমার দেখা এই সময়কার অন্যতম সেরা অভিনেত্রী ছিলে তুমি।” পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মরদেহ টেকনিশিয়ান স্টুডিওতে নেওয়া হবে না।