আর মাত্র এক মাসের অপেক্ষা। আগামী ৭ নভেম্বর ২০২৫ মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত কোর্টরুম ড্রামা ‘হক’। এই ছবির মুক্তি নিয়ে দর্শকদের কৌতূহল যখন তুঙ্গে, ঠিক তখনই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করে জঙ্গলী পিকচার্স প্রকাশ করল ছবির Faceoff Poster।
সদ্য প্রকাশিত এই পোস্টারে এক ফ্রেমে ধরা পড়েছে তীব্র সংঘাত, বিশ্বাস ও মতাদর্শের দ্বন্দ্বে জড়ানো দুই প্রধান চরিত্র— যামি গৌতম ধর ও ইমরান হাশমি। পোস্টারের মাধ্যমে সমাজের দিকে যে প্রশ্নটি ছুড়ে দেওয়া হয়েছে, তা হলো— ‘কওম না আইন?’ অর্থাৎ, জাত না আইন—কোনটা বড়?
সুপর্ণ এস. ভার্মার পরিচালনায় এবং রেশু নাথের লেখা এই ছবিটি অনুপ্রাণিত ভারতের এক ঐতিহাসিক সুপ্রিম কোর্টের রায়ের থেকে। তবে এটি কোনও নিখাদ ডকুমেন্টেশন নয়; বরং সাংবাদিক জিগনা ভোরার লেখা ‘বানো: ভারত কি বেটি’-র ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এক কল্পিত ও নাটকীয় পুনর্গঠন।
কেন্দ্রীয় প্রশ্ন: ছবির কেন্দ্রে রয়েছে এক গভীর প্রশ্ন—ভারতে ব্যক্তিগত ধর্মীয় আইন এবং ধর্মনিরপেক্ষ সংবিধানের সংঘাতে আমরা কোথায় রেখা টানব? এই বিতর্কে সমাজের বিভক্তিই পর্দায় তুলে ধরছেন ইয়ামি ও ইমরান।
বলিউডের জনপ্রিয় মুখ ইমরান হাশমি, যিনি একসময় রোম্যান্টিক চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন, এবার একেবারে ভিন্ন, তীক্ষ্ণ চরিত্রে ধরা দিয়েছেন। অন্যদিকে, অভিনেত্রী যামি গৌতম ধর, যিনি ‘ভিকি ডোনার’ ও ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন, তিনিও আছেন এক নতুন চরিত্রে। প্রথমবার এই দুই তারকা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন।
জঙ্গলী পিকচার্স, ইনসমনিয়া ফিল্মস ও বাওয়েজা স্টুডিওসের যৌথ প্রযোজনায় তৈরি ‘হক’ নিঃসন্দেহে সময়ের দাবি মেনে নির্মিত এক বলিষ্ঠ কোর্টরুম ড্রামা, যা আগামী দিনে দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দেবে বলে আশা করা হচ্ছে।