রণবীর সিং এখন বলিউডের বক্স অফিসের বেতাজ বাদশা। কিন্তু তাঁর এই আকাশছোঁয়া সাফল্যের ভিত গড়ে দিয়েছিলেন খোদ নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করার আগে রণবীরকে অভিনয়ের খুঁটিনাটি শিখিয়েছিলেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত এই দাপুটে অভিনেতা। নওয়াজউদ্দিন সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কেরিয়ারের শুরুর দিকে তিনি যখন অ্যাক্টিং ওয়ার্কশপ করাতেন, তখনই তাঁর কাছে তালিম নিতে আসতেন রণবীর।
নওয়াজ সগর্বে জানান, “আমি বেশ কিছুদিনের জন্য রণবীরকে প্রশিক্ষণ দিয়েছিলাম। তবে আমি মনে করি অভিনয় শেখানো যায় না, ওটা রণবীরের নিজস্ব প্রতিভা। আমি শুধু তাঁকে পথ দেখিয়েছিলাম।” মজার বিষয় হলো, রণবীর যখন প্রথম সুযোগ পান, তখন করণ জোহর তাঁকে দেখে একেবারেই খুশি হননি। যশ চোপড়ার অফিসে রণবীরকে প্রথম দেখে করণ অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, “এই ছেলেটিই কি আপনাদের পরবর্তী ছবির নায়ক?” এমনকি ছবির পোস্টার দেখেও রণবীরের সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন তিনি। কিন্তু সিনেমাটি দেখার পর করণ জোহর বুঝতে পেরেছিলেন, রণবীর সিং বলিউডের লম্বা রেসের ঘোড়া। আজ সেই নওয়াজের ছাত্রই বি-টাউনের মোস্ট ওয়ান্টেড মেগাস্টার।