মা হলেন ভারতী সিং! দ্বিতীয় সন্তানের আগমনে উচ্ছ্বসিত অনুরাগী মহল, জানুন নবজাতকের খবর

আবারও খুশির হাওয়া লিম্বাচিয়া পরিবারে। দ্বিতীয়বার মা হলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। প্রথম সন্তান লক্ষ্যের (গোল্লা) পর এবারও পুত্রসন্তানের জন্ম দিলেন তিনি। শুক্রবার সকালেই মুম্বইয়ের এক হাসপাতালে ফুটফুটে এক শিশুর জন্ম দেন ভারতী। বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।

শুটিং সেটে অসুস্থতা: পেশাদারিত্বের দিক থেকে ভারতী বরাবরই একনিষ্ঠ। গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসেও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার সকালেও জনপ্রিয় টিভি শো ‘লাফটার শেফস’-এর শুটিং সেটে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু শুটিং শুরুর আগেই আচমকা প্রসব বেদনা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন ভারতী। পরিস্থিতি বুঝে স্বামী হর্ষ লিম্বাচিয়া দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই এই সুখবরটি আসে।

বড় দাদা হলো গোল্লা: ভারতী ও হর্ষের প্রথম সন্তান লক্ষ্য, যাকে সবাই ভালোবেসে ‘গোল্লা’ বলে ডাকে। এবার থেকে বড় দাদার দায়িত্ব সামলাবে সে। কয়েকদিন আগেই সুইজারল্যান্ডে ছুটি কাটানোর সময় মেটারনিটি ফটোশুটের ছবি শেয়ার করে দ্বিতীয় সন্তানের আগমনের ইঙ্গিত দিয়েছিলেন এই তারকা দম্পতি। প্রিয় ‘ভার্ষা’ জুটির কোল আলো করে নতুন অতিথি আসায় তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখন শুভেচ্ছার বন্যায় ভাসছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy