বলিউড সেলেবদের কাছে বিত্তশালীদের বাড়ির অনুষ্ঠানে হাজির হওয়া মানেই মোটা টাকা পকেটে ভরা। শাহরুখ খান, সলমন খান, রণবীর সিংয়ের মতো তারকারা প্রায়শই এমন ইভেন্টে নাচ-গান করে বিনোদন জোগান। সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে হাজির হয়ে কনের আজব আবদারে সোজাসুজি টাকা চেয়ে বসলেন বাদশা খান।
ঘটনাস্থল ও আবদার:
স্থান: ঘটনাটি ঘটেছে দিল্লির এক শিল্পপতির মেয়ের বিয়েতে।
মঞ্চে শাহরুখ: বিয়ে বাড়ির মঞ্চে উঠে শাহরুখ খান প্রথমে কনের সঙ্গে নাচেন এবং ফিল্মি কায়দায় অল্পবিস্তর প্রেমও করেন।
কনের আবদার: এই সময় কনে শাহরুখের কাছে একটি জনপ্রিয় সংলাপ বলার আবদার করে বসেন। সেটি হলো—”বোলো জুবা কেশরি!”, যা পানমশালার বিজ্ঞাপনের জন্য বিখ্যাত।
শাহরুখের রসিকতা ও জবাব:
কনের এমন আবদারে শাহরুখ প্রথমে ইতস্তত করলেও, পরে মজার ছলে উত্তর দেন:
“এটা যতবার বলেছি, ততবারই টাকা পেয়েছি। তোমার বাবা টাকা দিলে, আবার বলতে পারি!”
শাহরুখের এমন জবাবে নতুন কনে হতাশ হলেও, সোশ্যাল মিডিয়ায় তাঁর এই রসিকতা ও সরাসরি উত্তরটি বেশ ভাইরাল হয়েছে। তারকাদের কাছে এমন অনুষ্ঠানে এন্ট্রি মানেই যে ‘পয়সা ফেক, তমাশা দেখ!’ – শাহরুখের এই কাণ্ড যেন সেই ধারণাকেই আরও একবার তুলে ধরল।