বিয়ে না করলেই ভালো! নাতনি নভ্যাকে কেন এমন পরামর্শ দিলেন জয়া বচ্চন? মুহূর্তে ভাইরাল মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

স্পষ্টবক্তা অভিনেত্রী জয়া বচ্চন তাঁর নাতনি নভ্যা নভেলি নন্দার বিয়ে নিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। মুম্বইয়ে ‘উই দ্য উইমেন’ অনুষ্ঠানে বরখা দত্তের মুখোমুখি হয়ে তিনি বিয়ে ও আধুনিক সমাজ নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন।

বরখা দত্ত জয়া বচ্চনকে প্রশ্ন করেন, তিনি কি বিয়েতে বিশ্বাস করেন? নাকি তাঁর মনে হয় এটি সেকেলে ধারণা? জয়া এক মুহূর্ত অপেক্ষা না করে বলেন, “আমি চাই না নভ্যা বিয়ে করুক।” তিনি যোগ করেন, “আমি এখন ঠাকুমা। নব্যার ২৮ বছর বয়স হবে। আজকালকার মেয়েদের সন্তান লালন-পালনের উপদেশ দেওয়ার মতো বয়স আর আমার নেই। ছোটরা খুব বুদ্ধিমান, তারা তোমাকে ছাড়িয়ে যাবে। অতএব, জীবন উপভোগ কর।”

জয়ার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা মুনির নানা মত উঠে এসেছে। কেউ কেউ তাঁর প্রগতিশীল মনোভাবের প্রশংসা করলেও, নিন্দুকেরা তাঁকে সরাসরি আক্রমণ করেছেন। এক ইউজার জয়াকে ‘ঘৃণ্য’ বলে দাগিয়ে দেন। আরেকজন প্রশ্ন তুলেছেন, “তিনি কি এখন লিভ-ইন সম্পর্ককে স্বাভাবিক হিসেবে প্রচার করছেন, যেখানে ভারতীয় সংস্কৃতিতে ৫০০০ বছর ধরে বিবাহকে পবিত্র মনে করা হয়?” তিনি আরও লেখেন, “ভারতীয় সংস্কৃতিতে স্ত্রী কেবল সঙ্গিনী নন, তিনি অর্ধাঙ্গিনী—যা সম্পূর্ণতা এবং আজীবন প্রতিশ্রুতির গভীর আধ্যাত্মিক ধারণা। সম্ভবত জয়াজি বলিউডের বুদবুদে এত দীর্ঘ সময় কাটিয়েছেন যে এটি বুঝতে পারেননি।”

পাপারাৎজিদের নিয়েও বিতর্ক

একই অনুষ্ঠানে জয়া বচ্চন পাপারাৎজিদের নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন, যা নতুন করে বিতর্কের সৃষ্টি করে। নিজের সঙ্গে তাদের তিক্ত সম্পর্কের কথা স্বীকার করে তিনি বলেন, “মিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক দুর্দান্ত। আমি নিজেই মিডিয়ার পণ্য। কিন্তু পাপারাৎজিদের সঙ্গে আমার সম্পর্ক শূন্য।”

তিনি প্রশ্ন তোলেন, “এরা কারা? এরা কি এই দেশের জনগণের প্রতিনিধিত্ব করার জন্য প্রশিক্ষিত? যারা সস্তা, টাইট প্যান্ট পরে, হাতে মোবাইল নিয়ে ভাবে যে তাদের কাছে মোবাইল আছে বলেই তারা আপনার ছবি তুলতে পারবে এবং যা খুশি বলতে পারবে, তারা কেমন মানুষ? কোথা থেকে আসে তারা? পড়াশোনাই বা কত দূর? পারিবারিক ব্যাকগ্রাউন্ডই বা কী? এরা আমাদের প্রতিনিধিত্ব করবে?”

জয়ার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় এক ব্যক্তি বলেন, “তিনি একজন চমৎকার অভিনেত্রী ছিলেন, কিন্তু একজন ব্যক্তি হিসেবে জয়া বচ্চন বিরক্তিকর। যারা তাঁদের কাজ করেন, তাঁদের প্রতি এত অবজ্ঞা কেন?” অন্য একজন ইউজার বলেন, “তিনি সব সময়েই পাপারাৎজিদের সঙ্গে চিৎকার করে কথা বলেন। আর এখন কি না তিনি প্রকাশ্যে তাঁর আচরণকে ন্যায্য বলে তুলে ধরছেন!” সমালোচকদের মতে, জয়া বচ্চন নিজেই পাপারাৎজিদের অনুপযুক্ত মন্তব্যের জন্য সমালোচনা করেন, আবার তিনিই তাদের পোশাক এবং মর্যাদাকে উপহাস করে ঠিক একই কাজ করছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy