টলিপাড়ার দুই পরিচিত মুখ অঙ্কিতা চক্রবর্তী এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ২০২২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন। কিন্তু বিয়ের মাত্র তিন বছর ঘুরতে না ঘুরতেই এই তারকা জুটি তাঁদের দাম্পত্য জীবনে ইতি টানছেন। বিচ্ছেদের এই খবর নিশ্চিত করেছেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় নিজেই।
বিচ্ছেদ নিয়ে অকপট স্বীকারোক্তি
আজকাল ডট ইন-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রান্তিক বন্দ্যোপাধ্যায় বিচ্ছেদের বিষয়টি অকপটে স্বীকার করে নেন। তিনি বলেন, “যে প্রশ্নের উত্তর আছে, সেটা তো দেওয়াই যায়। এখানে লুকানোর তো কিছু নেই।”
দীর্ঘদিনের বন্ধুত্ব এবং বৈবাহিক জীবন শেষে বিচ্ছেদের পরও অঙ্কিতার সঙ্গে তাঁর সম্পর্ক কেমন থাকবে, এই প্রশ্নের জবাবে অভিনেতা অত্যন্ত দার্শনিক ভঙ্গিতে উত্তর দেন।
প্রান্তিক বলেন, “নাম পাল্টায়, সম্পর্ক পাল্টায় নাকি! সম্পর্ক সবসময় থাকে। আমরা নামের পরিচিতি পাল্টাতে থাকি… বন্ধুত্ব একটা বিশাল জায়গা। যখনই সেটাকে একটা সম্পর্কের নাম দেবে, তখনই সেটা একটা বাড়তি দায়িত্ব হয়ে যায়।”
তিনি সম্পর্ককে সংজ্ঞায়িত করে বলেন যে শুধুমাত্র ‘নাম’ পাল্টে যাওয়ার কারণেই সম্পর্কের সমীকরণ বদলে যায়: “সম্পর্ক নামে এত পাল্টে যায়, সেটাই পাল্টেছে আসলে। আগে একবার বদলেছিল, আবার একটা জায়গায় এসে দাঁড়িয়েছে।”
পাহাড়ে হয়েছিল বিয়ে
প্রসঙ্গত, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কিতা চক্রবর্তী ২০২২ সালের এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েন। তাঁরা শহর কলকাতা নয়, বরং পাহাড়ে নিজেদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। ঘনিষ্ঠ বন্ধু, যেমন সোহিনী সরকার, প্রমুখের উপস্থিতিতে চার হাত এক হয়েছিল তাঁদের।
প্রান্তিকের নতুন কাজ
অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে আগামীতে ‘রাপ্পা রায় ফুল স্টপ ডট কম’ ছবিতে দেখা যাবে। এটি একটি অ্যাডভেঞ্চার-থ্রিলার ছবি। ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন অর্পণ ঘোষাল, অলিভিয়া সরকার, রজতাভ দত্ত এবং শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো তারকারা।