রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা— দক্ষিণ থেকে উত্তর, এই জুটির প্রেম নিয়ে জল্পনা এখন তুঙ্গে। লুকোচুরি অনেক হয়েছে, কিন্তু এবার যেন সব রহস্যের পর্দা ফাঁস হতে চলেছে। নতুন বছরের শুরুতেই তাঁদের বিয়ের গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারিই নাকি সাতপাক ঘুরতে চলেছেন এই চর্চিত জুটি। গন্তব্য? রাজস্থানের কোনো এক বিলাসবহুল রাজপ্রাসাদ।
সম্প্রতি রোম থেকে রশ্মিকা ও বিজয়ের কিছু ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও তাঁরা আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন, কিন্তু নেটিজেনদের নজর এড়ায়নি যে ছবির ব্যাকগ্রাউন্ড এবং লোকেশন হুবহু এক। বিজয়ের একটি ‘নিউ ইয়ার’ পোস্টে দেখা গিয়েছে তিনি কাউকে জড়িয়ে ধরে আছেন, আর ভক্তদের দাবি সেই রহস্যময়ী নারী আর কেউ নন, স্বয়ং ‘পুষ্পা’ খ্যাত রশ্মিকাই। সেই পোস্টের ক্যাপশনে বিজয়ের লেখা, “আমরা একসঙ্গে অনেকটা পথ চলব,” যেন তাঁদের সম্পর্কের গভীরতাকেই সিলমোহর দিচ্ছে।
সূত্রের খবর, শ্রীলঙ্কায় রশ্মিকার সাম্প্রতিক সফরটি আসলে তাঁর ‘ব্যাচেলরেট ট্রিপ’ ছিল। আর এখন রোমে চলছে তাঁদের ‘প্রি-হানিমুন’। উদয়পুরের এক রাজপ্রাসাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছে বলেও খবর। ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মালাবদল করবেন তাঁরা। এখনও পর্যন্ত দু’জনের কেউই মুখ না খুললেও, তাঁদের রসায়ন আর সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু অন্য গল্পই বলছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।