ফুলকি, দাদামণি নাকি রাণী ভবানী? দেখুন এই সপ্তাহের TRP-তে আপনার প্রিয় মেগা কোথায়

এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ। এই তীব্র প্রতিযোগিতার ফলে দীর্ঘদিন পর প্রথম স্থান দখল করল যুগ্মভাবে দুটি মেগা ধারাবাহিক। জি বাংলার দুই জনপ্রিয় মেগা ‘জগদ্ধাত্রী’ এবং ‘পরিণীতা’ যৌথভাবে ৬.১ নম্বর পেয়ে শীর্ষে উঠে এসেছে।

‘জগদ্ধাত্রী’তে দুর্গার বিয়ের পর্ব দারুণ পছন্দ করেছেন দর্শক। সেই আকর্ষণেই ধারাবাহিকটি বহুদিন পর এক নম্বরে এল। অন্যদিকে, পারুল-রায়ানের গল্পের নিত্যনতুন মোড় ‘পরিণীতা’-র প্রতি দর্শকের আকর্ষণ বাড়িয়ে চলেছে।

দ্বিতীয় স্থানেও রয়েছে যুগ্মভাবে দুটি ধারাবাহিক। ৫.৯ নম্বর নিয়ে স্টার জলসার ‘পরশুরাম’ ও জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ একসঙ্গে এই স্থান দখল করেছে।

তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। এখন রোহিত-ফুলকি নয়, বরং অরণ্য ও ফুলকির গল্প দেখছেন দর্শক। নায়কের পরিচয় বদলালেও, নায়কের চরিত্রে অভিষেক বসুকেই দেখা যাচ্ছে। এই সপ্তাহে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৫.৬।

চতুর্থ স্থানে রয়েছে আরও দুটি ধারাবাহিক। ৫.৫ নম্বর পেয়ে জি বাংলার ‘দাদামণি’ এবং ‘রাঙামতি তীরন্দাজ’ এই স্থানে যৌথভাবে জায়গা করে নিয়েছে। ‘দাদামণি’-তে সোম-পার্বতীর শহরে এসে আলাদা হয়ে যাওয়ার ট্র্যাক আসছে, অন্যদিকে ‘রাঙামতি তীরন্দাজ’-এ রাঙা ও একলব্যের ভুল বোঝাবুঝি চরম আকার ধারণ করেছে। তাই দুই ধারাবাহিকেই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব চলছে।

পঞ্চম স্থানে ৫.২ নম্বর পেয়ে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। এখন গল্পে রামকান্ত নিখোঁজ হলেও, জানা যাচ্ছে তার মৃত্যু হয়নি। খুব তাড়াতাড়ি রামকান্ত নাটোরে ফিরবেন, তবে রাজা হিসেবে নয়, এবার তাকে সন্যাসীর রূপে দেখা যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy