নায়িকা বদলের পরই ‘আর্য’-র বড় সিদ্ধান্ত! ‘চিরদিনই তুমি যে আমার’-এর পর আর কোনও সিরিয়াল নয়, পাশে থাকার আর্জি জিতুর

দীর্ঘদিন ধরে টলিপাড়ায় নানা জল্পনা ও জলঘোলা চলার পর অবশেষে অভিনেতা জিতু কামাল তাঁর জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন। জিতু এই ধারাবাহিকে ফিরে এলেও, পাল্টে গিয়েছে নায়িকা। এরই মধ্যে শনিবার সকালে সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ‘আর্য’ অর্থাৎ জিতু স্পষ্ট জানিয়ে দিলেন, এটিই তাঁর টেলিভিশনের শেষ মেগা।

অভিনেতা ভিডিওতে বলেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি এটাই আমার শেষ মেগা। যে ধারাবাহিক এখন চলছে অর্থাৎ ‘চিরদিনই তুমি যে আমার’-ই আমার শেষ টিভি সিরিয়াল। এরপর টিভি সিরিয়াল আমি আর করবো না।”

ইউনিটের চ্যালেঞ্জ এবং পাশে থাকার আর্জি

সাম্প্রতিক বিতর্কের জেরে তাঁর ইউনিট, প্রোডাকশন হাউস এবং জি বাংলা যে চ্যালেঞ্জের মুখে পড়েছে, সে কথা উল্লেখ করে জিতু দর্শকদের কাছে পাশে থাকার আর্জি জানান। তিনি বলেন, “আমি আশা রাখবো প্রত্যেকদিন তো আমরা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ি, আমার ইউনিট, প্রোডাকশন হাউস এবং জি বাংলা একটা চ্যালেঞ্জ নিয়েছে… আশা রাখবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাকে যেভাবে ভালবেসেছেন, সেই আশীর্বাদ আরেকটু বাড়িয়ে দেবেন কিছু দিনের জন্য। সত্যি সকলে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। আমার প্রোডাকশন, জি বাংলা, টেকনিশিয়ান যারা দিন আনে দিন খায়—যাদের কাজ বন্ধ হয়ে গেলে কালকে থেকে সমস্যা হবে।”

তিনি দর্শকদের উদ্দেশ করে বলেন, “আমাদের সিরিয়ালের নামকে যথাযথ করবেন, চিরদিনই তুমি যে আমার। আমি চাই, আমার টেলিভিশনের দর্শক চিরদিনই সত্যি আপনারা যে আমার—এটা একটু প্রমাণ করবেন। এটাই আমার শেষ মেগা। প্লিজ আশীর্বাদ করুন পরবর্তীকালে যে কাজই করি যেন মন দিয়ে করতে পারি। এতটুকু আশা রেখে আমাদের এই চ্যালেঞ্জকে দয়া করে জেতাবেন।”

দিতিপ্রিয়া পর্বের ইতি, নতুন নায়িকা মঞ্চাভিনেতা শিরিণ পাল

চার দিন আগেই এই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। এরপরই শোনা গিয়েছিল, ‘অপর্ণা’-র চরিত্রের জন্য চারজনের লুক সেট ও অডিশন নেওয়া হয়েছে। জোর খবর, এবার জিতুর বিপরীতে নতুন নায়িকা হিসেবে দেখা যাবে মঞ্চাভিনেতা শিরিণ পালকে।

এই প্রসঙ্গে জিতু এদিন বলেন, “আজ থেকে এক নতুন শিল্পীর পথ চলা। প্লিজ তাঁকে আশীর্বাদ করুন। আর কিছু চাওয়ার নেই।”

বিগত দিনে এই ধারাবাহিককে ঘিরে জিতুকে কম বিতর্কের মুখে পড়তে হয়নি। নিন্দুকদের তীর্যক মন্তব্যেরও এদিন জবাব দেন ‘আর্য’। তিনি বলেন, “আমি জানি সব দর্শক আমার হতে পারে না। যারা আমার সুনাম করেন তাঁদের আমি ফেলে দিতে পারি না। তাঁদের কাছে আমি দায়বদ্ধ এবং যারা বদনাম করেন কিংবা কিছুই করেন না, তাঁদেরকেও জানিয়ে দিই এটাই আমার শেষ মেগা। তাই প্লিজ আমায় আশীর্বাদ করুন। পাশে থাকবেন। চিরদিনই আপনারা যে আমার।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy