‘দারোগার দপ্তর’-এর ত্রৈলোক্য তারিণীর চরিত্রে পাওলি দাম! একসঙ্গে পাঁচ পরিচালকের উদ্যোগে আসছে বাস্তবের ক্রাইম সিরিজ

ভিন্ন সময়কালের বাংলার কুখ্যাত অপরাধীদের নিয়ে তৈরি হচ্ছে এক নতুন ওয়েব সিরিজ। জি ফাইভ-এ আসতে চলেছে এই থ্রিলার সিরিজ, যার নাম ‘গণশত্রু’। এই সিরিজে পাঁচজন সমাজবিরোধীর গল্প উঠে আসবে, যারা বিভিন্ন সময়ে এ রাজ্যের ত্রাস ছিল।

এই সিরিজের অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ, পাওলি দাম, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, আয়ুষ দাস, পারমিতা মুখোপাধ্যায়-এর মতো অভিনেতারা।

সিরিজে কারা আছেন?
‘গণশত্রু’ সিরিজে মোট পাঁচজন কুখ্যাত অপরাধীর বাস্তব জীবন তুলে ধরা হবে। পরিচালনার দায়িত্বে রয়েছেন পাঁচজন নির্দেশক—মধুরা পালিত, শমীক রায়চৌধুরী, অভিরূপ ঘোষ, শ্রীমন্ড সেনগুপ্ত ও সায়ন দাশগুপ্ত।

পাওলি দাম: ব্রিটিশ আমলে কলকাতা শহরে একের পর এক নারীহত্যা করে কুখ্যাত হওয়া সিরিয়াল কিলার ত্রৈলোক্যতারিণী-র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে। গয়নার লোভে, যৌনকর্মীর বেশে খুন করত সে। প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’-এ ত্রৈলোক্যের উল্লেখ পাওয়া যায়।

রুদ্রনীল ঘোষ: কুখ্যাত অপরাধী হুব্বা শ্যামলের চরিত্রে থাকছেন রুদ্রনীল ঘোষ।

অন্যান্য চরিত্র: ত্রৈলোক্য এবং হুব্বা ছাড়াও সিরিয়াল কিলার চেনম্যান, পরিবারের সদস্যদের খুন করে হাজতবাস করা সজল বারুই এবং বউবাজার বিস্ফোরণের পাণ্ডা রশিদ খানের গল্প উঠে আসবে এই থ্রিলারে।

পরিচালক শমীক রায়চৌধুরীর ওটিটিতে হাতেখড়ি
সজল বারুই-এর গল্পের পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক শমীক রায়চৌধুরী। এর মাধ্যমেই প্রথমবার সিরিজ পরিচালনা করছেন তিনি এবং ওটিটির দুনিয়ায় হাত পাকাতে চলেছেন। তাঁর গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন আয়ুষ দাস ও পারমিতা মুখোপাধ্যায়।

ইতিমধ্যেই এই সিরিজের শুটিং শেষ হয়েছে। খুব তাড়াতাড়িই জি ফাইভের পর্দায় অপরাধ জগতের এই বাস্তবের গল্পটি দেখা যাবে।

শমীক রায়চৌধুরী প্রথম ছবি ‘বেলাইন’-এর পর ‘মায়া সত্য ভ্রম’ নিয়ে ফিরেছেন। বরাবরই তাঁর গল্পে থ্রিলারের ছোঁয়া দেখা যায়। এবার সিরিজেও সেই ধাঁচ বজায় রাখলেন পরিচালক। পাঁচটি গল্পের সমন্বয়ে তৈরি এই সিরিজটি বলবে বাস্তবের গল্প। অপরাধ জগতের এই পাঁচ কুখ্যাত ব্যক্তিকে একসঙ্গে পর্দায় ফুটিয়ে তুলবেন পাঁচ পরিচালক।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy