তেলেগু ও কন্নড় ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রজনীকে (Rajni) লাগাতার সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বার্তা ও আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগে বেঙ্গালুরু পুলিশ (Bengaluru actress harassment) নবীন কে মোন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। একই দিনে শহরে কুকুর নিয়ে হাঁটার সময় আরেক মহিলা যৌন হয়রানির শিকার হয়েছেন।
অভিনেত্রী রজনীকে হয়রানির ঘটনা:
অভিনেত্রী রজনীর অভিযোগ, গত তিন মাস ধরে অভিযুক্ত যুবক তাঁকে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল বার্তা, ভিডিও এবং আপত্তিকর ছবি পাঠাচ্ছিলেন।
হয়রানির কৌশল: প্রাথমিক তদন্তে জানা যায়, অভিযুক্ত প্রথমে ‘নবীন জি’ নামে একটি ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। রিকোয়েস্ট গ্রহণ না করা সত্ত্বেও, ওই ব্যক্তি মেসেঞ্জারে প্রতিদিন অশ্লীল বার্তা পাঠাতে শুরু করেন।
ফেক আইডি ব্যবহার: রজনী তাঁকে ব্লক করে দেওয়ার পরও সমস্যা মেটেনি। নবীন নতুন নতুন ফেক আইডি খুলে অভিনেত্রীকে লক্ষ্য করে নোংরা বার্তা ও নিজের ব্যক্তিগত অশ্লীল ভিডিও পাঠানো অব্যাহত রাখেন। এই ঘটনায় রজনী মানসিকভাবে ভেঙে পড়েন।
গ্রেফতার: অবশেষে, গত ১ নভেম্বর অভিনেত্রী নিজেই সাহস করে অভিযুক্তকে সামনাসামনি দেখা করতে বলেন। সেখানেও কড়া ভাষায় সতর্ক করার পরও অভিযুক্ত না থামলে রজনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ নবীন কে মোন নামে ওই যুবককে গ্রেফতার করে। জানা যায়, তিনি বেঙ্গালুরুর একটি আন্তর্জাতিক প্রযুক্তি নিয়োগ সংস্থায় ডেলিভারি ম্যানেজার হিসেবে কাজ করতেন। বর্তমানে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
একই দিনে আরেক মহিলা হয়রানির শিকার:
একই দিনে বেঙ্গালুরুতে আরেকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
প্রকাশ্যে অশালীনতা: এক মহিলা তাঁর কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়ে যৌন হয়রানির শিকার হন। অভিযোগ, বছর ৩০-এর এক যুবক পিছন থেকে এসে তাঁকে ডাকেন এবং হঠাৎ তাঁর সামনে নিজের পোশাক খুলে অশালীন আচরণ শুরু করেন।
পুলিশের তৎপরতা: ওই মহিলা সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্বিতীয় ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
পুলিশ ধৃত নবীন কে মোনকে জেরা করে হয়রানির পিছনে তাঁর প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা করছে।