২০২১ সালে মাদককাণ্ডে নাম জড়ানোর পর ফের বিতর্কের শিরোনামে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান (Aryan Khan)। সম্প্রতি বেঙ্গালুরুর একটি অভিজাত পাবে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে অকপটে ‘মিডল ফিংগার’ (অশালীন ভঙ্গিমা) দেখাতে দেখা যায়। এই ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা।
ঠিক কী ঘটেছিল?
জানা গেছে, ঘটনাটি ঘটে ২৮ নভেম্বর রাতের দিকে, অশোকনগর থানার অন্তর্গত একটি জনপ্রিয় পাবে। সূত্র অনুযায়ী, এটি ছিল একটি ‘প্রাইভেট গ্যাদারিং’, যেখানে আরিয়ানের সঙ্গে ছিলেন বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের ছেলে নালাপাদ এবং কর্নাটকের এক মন্ত্রীর ছেলে জায়েদ খানের মতো প্রভাবশালী বন্ধুরা। হাসি-আড্ডার সেই মুহূর্তের একটি অংশ ক্যামেরায় ধরা পড়তেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়।
নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়া:
নেটিজেনরা রীতিমতো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন সেলেব্রিটি হওয়ার কারণে আরিয়ান কি সবসময় আইন-শৃঙ্খলার বাইরে থেকে যাবেন? অনেকে সরাসরি বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে আরিয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, “একজন সাধারণ যুবক এমন অঙ্গভঙ্গি করলে পুলিশ কি ছাড় দিত?”
পুরনো বিতর্কের ছায়া:
এই ঘটনার জেরে আরিয়ানের পুরনো বিতর্কও সামনে এসেছে। ২১ সালে নারকোটিক্স মামলায় গ্রেপ্তার হয়ে এক মাস জেলে কাটাতে হয়েছিল তাঁকে। সেই ঘটনার ছায়া এখনও পুরোপুরি মুছে যায়নি। ফলে এই নতুন ভিডিও আবারও তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছে।
বর্তমানে নেটাগরিকরা এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দু’ভাগে বিভক্ত: একদল এটিকে ব্যক্তিগত জমায়েতের ভিডিও বলে অতিরঞ্জিত করতে বারণ করছেন; অন্যদল মনে করছেন, একজন সেলেব্রিটির এমন আচরণ জনসম্মুখে ক্ষমার যোগ্য নয়।
এখনও পর্যন্ত বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে এবিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি বা কোনও এফআইআর দায়ের হয়নি।