একসময় বলিউডের পর্দা কাঁপানো অভিনেতা গোবিন্দা দীর্ঘ দিন ধরে বড় পর্দা থেকে দূরে থাকলেও, তাঁর ব্যক্তিগত জীবন ও কাজের ধরন নিয়ে আলোচনা এখনও থামেনি। বিশেষত, সেটে দেরিতে আসার জন্য তাঁর নামে যে ‘বদনাম’ ছিল, সেই বিষয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করলেন এই কমেডি কিং।
টুইঙ্কল খান্না এবং কাজলের শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর সাম্প্রতিক একটি পর্বে গোবিন্দা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিরক্তি প্রকাশ করেন।
গোবিন্দার পাল্টা প্রশ্ন:
দেরিতে সেটে পৌঁছানোর অভিযোগ প্রসঙ্গে গোবিন্দা সরাসরি প্রশ্ন তোলেন:
“আমার নামে বদনাম, আমি নাকি সময়ে সেটে যাই না। আমি জানতে চাই, ‘কার বাবার ক্ষমতা আছে ৫ শিফটে কাজ করবে, এবং সময়ে সেটে পৌঁছবে!’ সম্ভবই না, হতেই পারে না। এত বেশি শ্যুটিং কোনো মানুষ কীভাবে করবে? এখানে তো লোক একটা সিনেমায় কাজ করেই ক্লান্ত হয়ে যায়।”
গোবিন্দার অভিযোগ, সংবাদমাধ্যমগুলি তাঁর সামান্য দেরিতে আসাকে অতিরঞ্জিত করে শিরোনামে পরিণত করেছে। তিনি জানান, রাস্তায় জ্যাম বা কোনও অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণে কখনও কখনও দেরি হয়ে যায়, যা তাঁর হাতে থাকে না। অভিনেতারা যে পেশাদার চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন, সমালোচকরা তা বিবেচনায় আনেন না। তাই গুজব ছড়ানোর আগে তিনি সাধারণ মানুষকে একটু ভাবনাচিন্তা করার উপদেশ দেন।
গোবিন্দার স্বর্ণযুগ
গোবিন্দার আসল নাম ছিল অরুণ আহুজা। তাঁর ব্যতিক্রমী কমিক টাইমিং এবং নাচের জন্য তিনি বিশেষ জনপ্রিয়তা পান। ১৯৮০-র দশকের শেষ থেকে, ১৯৯০-এর দশকের শেষ অবধি তিনি দাপটের সঙ্গে কাজ করেছেন।
পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে তাঁর জুটি ছিল ব্লকবাস্টার। এই জুটির হিট সিনেমাগুলির মধ্যে রয়েছে— কুলি নং ১, হিরো নং ১, রাজা বাবু এবং পার্টনার। গোবিন্দাকে শেষবার ২০১৯ সালে রঙ্গিলা রাজা সিনেমায় দেখা গিয়েছিল। বহু বছর হলো তিনি আর নিয়মিত সিনেমায় কাজ করেন না।