অভিনেতা অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়া (Simar Bhatia) অভিনেতা আগস্ত্য নন্দা (Agastya Nanda) অভিনীত নতুন ছবি ‘ইক্কিস’ (Ikkis) দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই ছবির প্রথম রোমান্টিক গান ‘সিতারে’ মুক্তি পেয়েছে। অরিজিৎ সিং-এর গাওয়া এই গানটিতে আগস্ত্যর সঙ্গে দেখা গেছে সিমরকে।
গানের মুক্তির পাশাপাশি নির্মাতারা সিমর ভাটিয়ার প্রথম লুক পোস্টারও প্রকাশ করেছেন। উল্লেখ্য, সিমর হলেন অক্ষয় কুমারের বোন অলকা ভাটিয়ার কন্যা।
ভাগ্নিকে স্বাগত জানিয়ে অক্ষয়ের আবেগঘন পোস্ট:
ভাগ্নিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বাগত জানিয়ে অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা নোট লিখেছেন, যেখানে তিনি তাঁর গর্ব প্রকাশ করেছেন।
অক্ষয় তাঁর পোস্টে লেখেন:
“তোমার ছোট্টবেলায় তোমাকে কোলে নিয়েছি, আর এখন দেখছি তুমি সিনেমার জগতে পা রাখছো… জীবন সত্যিই একটা বৃত্ত সম্পূর্ণ করল। সিমর, আমি দেখেছি তুমি মায়ের আড়ালে লুকিয়ে থাকা লাজুক মেয়ে থেকে আজ এমন আত্মবিশ্বাসী তরুণীতে পরিণত হয়েছো, যে ক্যামেরার মুখোমুখি হতে প্রস্তুত, যেন তুমি এর জন্যই জন্মেছিলে।”
অক্ষয় তাকে কাজ করার পদ্ধতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন:
“পথ কঠিন হবে, তবে তোমাকে জেনে বলছি, তুমি সেই একই উদ্দীপনা, একই সততা এবং আমাদের পরিবারের সেই একই জেদি সংকল্প নিয়ে এগিয়ে যাবে। আমাদের ভাটিয়াদের ফান্ডা সহজ- কাজ করো, মন দিয়ে করো, আর তারপর মহাবিশ্বের ম্যাজিক দেখো।”
অক্ষয় শেষে লেখেন, “আমি তোমার জন্য খুব গর্বিত, বেটা… দুনিয়া এবার সিমর ভাটিয়ার সঙ্গে পরিচিত হতে চলেছে… কিন্তু আমার কাছে তুমি সবসময়ই একজন তারকা। যাও, উজ্জ্বল হও! জয় মহাদেব।”
ছবিটির প্রেক্ষাপট:
ওয়ার ড্রামা (War Drama) ঘরানার ছবি ‘ইক্কিস’ পরম বীর চক্র প্রাপ্ত অরুণ ক্ষেত্রপালের (Arun Khetarpal) জীবনের ওপর ভিত্তি করে তৈরি। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিতে আগস্ত্যর বিপরীতে নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমর। ছবিটি আগামী ২৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।