আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি অনুরাগীদের! আলোর উৎসব দীপাবলির দিনে নিজেদের সবচেয়ে বড় উপহার, অর্থাৎ কন্যা দুয়া পাড়ুকোন সিংকে (Dua Padukone Singh) সকলের সামনে নিয়ে এলেন বলিউড পাওয়ার কাপল রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ছবিটি সামাজিক মাধ্যমে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল, শুভেচ্ছার বন্যায় ভাসছে কমেন্ট সেকশন।
প্রথমবার দুয়ার মিষ্টি মুখ দেখে নেটিজেনরা রীতিমতো দ্বিধাগ্রস্ত— মেয়েকে দেখতে হয়েছে বাবা রণবীরের মতো, নাকি মা দীপিকার? সোশাল মিডিয়ায় বাবা-মায়ের এই বৈশিষ্ট্যগুলি খুঁজে বের করতে শুরু করেছেন নেটিজেনরা।
কার হাসি, কার ফেসকাট? নেটিজেনদের বিশ্লেষণ
রণবীর-দীপিকার মেয়ের মুখাবয়ব নিয়ে ভক্তদের মধ্যে চলছে জোর আলোচনা। অনুরাগীরা দুয়ার মধ্যে বাবা-মায়ের কোন কোন ছাপ খুঁজে পেয়েছেন, তারই কিছু ঝলক:
অনেকে বলছেন, দুয়ার হাসি পুরোপুরি মায়ের মতো, আর ফেসকাট মিলেছে বাবা রণবীরের সঙ্গে।
কেউ কেউ আবার দাবি করেছেন, “দেখতে হয়েছে বাবার মতো, কিন্তু কানটা মায়ের মতো।”
একাধিক নেটিজেন মনে করছেন, “গালে ডিম্পল, ছোট্ট ছোট্ট কান আর চোখ দীপিকার মতো। বাকি পুরো রণবীর সিংয়ের মতো। দু’জনের এক্কেবারে পারফেক্ট মিক্স।”
বেশিরভাগ নেটিজেনের একটাই মত— দুয়া আসলে তার বাবা-মায়ের ‘পারফেক্ট মিক্স’, যার মধ্যে বলিউডের এই দুই তারকার সেরা বৈশিষ্ট্যগুলি মিলেমিশে গিয়েছে।
দুয়ার প্রথম দীপাবলি লুক
দীপিকা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের ছবি পোস্ট করেন, যা দেখে চোখ ফেরানো দায়। ছবিতে মা দীপিকা ও মেয়ে দুয়াকে একেবারে ম্যাচিং রঙের পোশাকে দেখা গিয়েছে। দুয়া আর দীপিকা দু’জনেই সেজেছেন লাল রঙের পোশাকে, যা উৎসবের আমেজকে আরও রঙিন করে তুলেছে। অন্যদিকে, বাবা রণবীরকে দেখা গিয়েছে একটু হটকে ক্রিম রঙের পোশাকে। দিওয়ালির পুজো উপলক্ষ্যে দুয়ার নিষ্পাপ চার্ম মন কেড়ে নিয়েছে সকলের।
শুভেচ্ছার বন্যায় ভাসছে কমেন্ট বক্স
ছবি প্রকাশ্যে আসার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই কমেন্ট সেকশনে উপচে পড়েছে তারকাদের শুভেচ্ছা বার্তা।
সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল লেখেন, “ভগবান মঙ্গল করুন। ছোট্ট দুয়া পারফেক্ট মিক্স মাম্মা আর পাপার। সকলকে দিওয়ালির শুভেচ্ছা।”
শিগগিরই বাবা-মা হতে চলা রাজকুমার রাও ও পত্রলেখা কমেন্ট করেছেন, “ভীষণ মিষ্টি।”
আয়ুষ্মান খুরানা জানিয়েছেন, দুয়ার মধ্যে বাবা-মা দু’জনের মুখের ছাপ রয়েছে।
আলিয়া ভাটের মা তথা অভিনেত্রী সোনি রাজদান লিখেছেন, “ও মাই গড। তোমাদের দু’জনের প্রতিচ্ছবি ধরা পড়েছে দুয়ার মুখে। সে ভীষণ মিষ্টি।”
এছাড়াও দুয়াকে দেখে ভালোবাসা প্রকাশ করেছেন অর্জুন কাপুর, গওহর খান, জোয়া আখতার, দিয়া মির্জা, শ্বেতা বচ্চন, ভারতী সিং, সোনম কাপুর, করণ জোহর-সহ বলিউডের আরও অনেক প্রথম সারির তারকা।