অস্কারের দৌড়ে ভারত! শর্টলিস্টে জায়গা পেল ‘হোমবাউন্ড’, ইতিহাস গড়তে আর মাত্র এক ধাপ

ভারতীয় সিনেমার জন্য বিশ্বমঞ্চে গর্বের মুহূর্ত! ২০২৬ সালের ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ ক্যাটাগরিতে সেরা ১৫টি সিনেমার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিল ভারতের ‘হোমবাউন্ড’। পরিচালক নীরজ ঘয়ানের এই সিনেমাটি এখন অস্কার জয়ের লক্ষ্য থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে। ৯৮ বছরের অস্কার ইতিহাসে এই নিয়ে মাত্র পঞ্চম বার কোনো ভারতীয় সিনেমা এই বিরল মাইলফলক স্পর্শ করল।

১৫টি দেশের কড়া টক্কর অ্যাকাডেমির ঘোষণা অনুযায়ী, ভোটিংয়ের পরবর্তী রাউন্ডে ভারত ছাড়াও রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও জাপানের মতো দেশের শক্তিশালী সব সিনেমা। বর্তমানে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘হোমবাউন্ড’। আগামী ২২ জানুয়ারি, বৃহস্পতিবার জানা যাবে কোন ৫টি সিনেমা চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিয়ে মূল মঞ্চে লড়াই করবে।

তারকাখচিত টিম ও বিশ্বজুড়ে প্রশংসা ইশান খট্টর ও বিশাল জেঠওয়া অভিনীত এই ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর, আদর পুণেওয়ালা এবং অপূর্ব মেহতা। ইতিমধ্যেই কান ও টরন্টো চলচ্চিত্র উৎসবে বিপুল প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা। ইনস্টাগ্রামে এই সুখবর শেয়ার করে ইশান খট্টর তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ১৫ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পুরস্কার মঞ্চ। এখন দেশবাসীর নজর ২২ জানুয়ারির দিকে, যেদিন চূড়ান্ত লড়াইয়ের নাম ঘোষণা হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy