বসন্ত পঞ্চমীতে বিরল ‘গজকেশরী যোগ’! মা সরস্বতীর আশীর্বাদে টাকার পাহাড়ে বসবেন ৪ রাশি

হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে এবারের বসন্ত পঞ্চমী সাধারণ কোনো দিন নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৩শে জানুয়ারি সৃষ্টি হতে চলেছে অত্যন্ত বিরল ও শুভ ‘গজকেশরী যোগ’। বৃহস্পতি ও চন্দ্রের বিশেষ অবস্থানের ফলে তৈরি হওয়া এই রাজযোগের প্রভাব সরাসরি পড়তে চলেছে মানুষের ভাগ্যচক্রে।

জ্যোতিষ গণনা বলছে, ওইদিন চন্দ্র মীন রাশিতে এবং বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবেন। চন্দ্র থেকে চতুর্থ ঘরে বৃহস্পতির এই উপস্থিতিই জন্ম দেবে গজকেশরী যোগের। এর ফলে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে বিপুল অর্থ ও সাফল্যের জোয়ার। দেখে নিন তালিকায় কারা রয়েছেন:

১. মেষ রাশি: কাটবে ঋণের বোঝা মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি সোনার মতো উজ্জ্বল হতে চলেছে। চাকরি এবং ব্যবসায় বিপুল লাভের যোগ রয়েছে। পুরনো কোনো ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। যারা বিনিয়োগ করার কথা ভাবছেন, তাদের জন্য এটিই শ্রেষ্ঠ সময়। পারিবারিক জীবনে মাধুর্য বজায় থাকবে।

২. কর্কট রাশি: সরকারি চাকরির সুবর্ণ সুযোগ গজকেশরী যোগের প্রভাবে কর্কট রাশির জাতকদের ভাগ্য ও বুদ্ধিমত্তা দুই-ই তুঙ্গে থাকবে। ক্যারিয়ারে বড় কোনো বদল বা পদোন্নতির ইঙ্গিত রয়েছে। বিশেষ করে যারা সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আসতে পারে কোনো সুখবর। আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে।

৩. কন্যা রাশি: মিটবে দীর্ঘদিনের অমীমাংসিত কাজ কন্যা রাশির জাতকদের জন্য এই যোগটি অর্থপ্রাপ্তির ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে বসের সহায়তা পাবেন এবং আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং পুরনো কোনো রোগ সেরে ওঠার সম্ভাবনা প্রবল। বাবার সহায়তায় কোনো বড় সম্পত্তিতে বিনিয়োগ আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে।

৪. মীন রাশি: বাড়বে ব্যাংক ব্যালেন্স মীন রাশির জাতকদের আয়ের উৎস বৃদ্ধি পাবে। ব্যাংক ব্যালেন্স বাড়ার পাশাপাশি সঞ্চয়ের নতুন রাস্তা খুলে যাবে। সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ সম্মান ও স্বীকৃতি পাবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং পরিবারে শান্তি বজায় থাকবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy