নখকুনি বা নখের কোণায় সংক্রমণ একটি সাধারণ কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক সমস্যা। ভুলভাবে নখ কাটা বা নোংরা জল লেগে এই সংক্রমণের সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলেই এই অসহ্য ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
উষ্ণ নুন জল: দিনে অন্তত তিনবার উষ্ণ গরম জলে নুন মিশিয়ে তাতে ১৫-২০ মিনিট আঙুল ডুবিয়ে রাখুন। এটি সংক্রমণ কমাতে এবং পুঁজ জমতে বাধা দেয়। অ্যাপেল সাইডার ভিনেগার: এতে থাকা অ্যান্টি-সেপটিক গুণ ব্যাকটিরিয়া ধ্বংস করতে সাহায্য করে। সমপরিমাণ জল ও ভিনেগার মিশিয়ে তাতে আক্রান্ত আঙুলটি ভিজিয়ে রাখলে দ্রুত ফল পাওয়া যায়। হলুদ ও কাঁচা রসুন: হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং রসুনের অ্যান্টি-বায়োটিক গুণ নখকুনির ফোলা ভাব কমাতে কার্যকর। এই দুটির পেস্ট তৈরি করে ক্ষতস্থানে লাগিয়ে ব্যান্ডেজ করে রাখলে ব্যথা নিমেষেই কমে যাবে।
তবে যদি আঙুল অতিরিক্ত ফুলে যায় বা জ্বর আসে, তবে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।