ব্রণ বা অ্যাকনের সমস্যায় ভোগেননি এমন মানুষ কমই আছেন। তবে ব্রণের চেয়েও বড় সমস্যা হলো তার ফেলে যাওয়া জেদি কালচে দাগ। বাজারে পাওয়া নামী-দামী ক্রিমের বদলে প্রাকৃতিক উপায়ে এই দাগ দূর করতে পুদিনা পাতা দারুণ কার্যকর। এতে থাকা স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন-এ ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং দাগ হালকা করতে সাহায্য করে।
পুদিনা ও গোলাপ জল: এক মুঠো পুদিনা পাতা বেটে তাতে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে দাগের ওপর লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করবে। পুদিনা ও মধু: ব্রণের গর্ত বা দাগ দূর করতে পুদিনা পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে ব্যবহার করুন। মধুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ত্বককে মোলায়েম করে। পুদিনা ও লেবুর রস: তৈলাক্ত ত্বকের জন্য পুদিনা পাতা ও লেবুর রসের মিশ্রণ অত্যন্ত উপকারী। লেবুর প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট দাগ দ্রুত হালকা করে।
সপ্তাহে অন্তত দু’দিন এই ঘরোয়া উপায়গুলো মেনে চললে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার ত্বক হয়ে উঠবে দাগহীন ও সতেজ।