ভোটের মুখে বাংলার রাজনীতিতে চরম শোরগোল! তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশল ও গোপন নথি হাতানোর লক্ষ্যেই আইপ্যাক (I-PAC) অফিসে ইডি তল্লাশি চালাচ্ছে— এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে দিল্লির একটি পুরনো মামলার সূত্রে সল্টলেকের সেক্টর ফাইভ ও আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
খবর পাওয়ামাত্রই সক্রিয় হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। প্রথমে প্রতীকের বাড়ি এবং পরে সেক্টর ফাইভের অফিসে সশরীরে হাজির হন তিনি। ইডি অভিযানের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “তৃণমূলের আইটি অফিসে ইডির হানা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার দলের সব হার্ডডিস্ক, প্রার্থী তালিকা এবং নির্বাচনী পরিকল্পনা ছিনিয়ে নিতেই কেন্দ্রীয় সংস্থাকে পাঠানো হয়েছে। এটা কি ইডির দায়িত্ব? নাকি অমিত শাহের নির্দেশ?”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করে তিনি বলেন, “সবচেয়ে কদর্য ও দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী। আমি যদি আজ বিজেপি অফিসে হানা দিই, তবে ফল কী হবে?” উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রীর হাতে একটি রহস্যময় সবুজ ফাইল দেখা যায়, যা নিয়ে তিনি দাবি করেন যে দলের গোপন নথি তিনি সুরক্ষিত রেখেছেন। ভোটের রণকৌশল নিয়ে রাজ্য ও কেন্দ্রের এই সংঘাত এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।