টানা ৪ বছর ভক্তদের থেকে দূরে যশ! জন্মদিনে ‘টক্সিক’ লুকে বড় উপহার দিলেন অভিনেতা, শুরু কাউন্টডাউন

অপেক্ষার অবসান! কেজিএফ তারকা যশের (Yash) ৪০তম জন্মদিনে মুক্তি পেল তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর প্রথম হাড়হিম করা ঝলক। রকি ভাইয়ের সেই পুরনো মেজাজ আর নতুন ‘রায়া’ চরিত্রের স্টাইলিশ লুক দেখে রীতিমতো উত্তাল নেটদুনিয়া। প্রায় ৩ মিনিটের এই অ্যাকশন-প্যাকড ভিডিওতে অভিনেতাকে দেখা গিয়েছে এক অনন্য এবং গম্ভীর অবতারে।

গল্পের প্রেক্ষাপট শুরু হয় একটি কবরস্থানে, যেখানে যশের প্রতিপক্ষ তার ছেলেকে শেষ বিদায় জানাচ্ছে। সেখানে বারবার একটাই প্রশ্ন উঠছিল— ‘রায়া’ কি আসবে? ঠিক সেই মুহূর্তেই এন্ট্রি নেয় একটি রহস্যময় কালো গাড়ি। তবে গাড়ি থেকে নামার আগে যশকে দেখা যায় এক রোমান্টিক মেজাজে। এরপর স্টাইলিশ ব্যক্তিত্ব আর এক হাতে বন্দুক নিয়ে যখন তিনি কবরস্থানে প্রবেশ করেন, তখন ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে যশের সেই দাপুটে সংলাপ— “ড্যাডিস হোম” (Daddy’s Home)।

বিগত চার বছর ধরে শুটিংয়ের ব্যস্ততার কারণে ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি যশ। তবে জন্মদিনে ‘টক্সিক’-এর এই ঝলক উপহার দিয়ে সেই আক্ষেপ মিটিয়েছেন অভিনেতা। গীতু মোহান্দাস পরিচালিত এই ছবিতে রকি ভাই থেকে রায়া হয়ে ওঠার এই উত্তরণ যেমন গম্ভীর, তেমনই তাতে মিশে আছে ডার্ক হিউমার। এখন যশের এই নতুন ইনিংস দেখার অপেক্ষায় প্রহর গুনছেন তাঁর কোটি কোটি অনুরাগী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy