থালাপতি বিজয়ের অভিনয় জীবনের অন্তিম ছবি ‘জন নয়গণ’ (Jana Nayagan) ঘিরে তৈরি হলো চরম অনিশ্চয়তা। ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেন্সর সার্টিফিকেটের জটিলতায় আপাতত অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ছবির রিলিজ। বুধবার মাদ্রাজ হাইকোর্ট সিবিএফসি-কে (CBFC) নতুন কমিটি গঠন করে ছবিটি পুনরায় বিবেচনার নির্দেশ দিয়েছে। ফলে সেন্সর ছাড়পত্র না মেলা পর্যন্ত ভারতসহ বিদেশেও ছবির প্রদর্শনী বন্ধ রাখার ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশন।
বিজয় আগেই ঘোষণা করেছিলেন যে রাজনীতির ময়দানে পূর্ণ সময় দেওয়ার জন্য এটিই তাঁর শেষ সিনেমা। ফলে ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু শেষ মুহূর্তে আইনি গেরোয় রিলিজ আটকে যাওয়ায় মাথায় হাত ডিস্ট্রিবিউটরদের। বিদেশের বাজারেও বাতিল হয়েছে অগ্রিম বুকিং। সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, ৯ জানুয়ারির শো-র জন্য যারা টিকিট কেটেছিলেন, তাদের টাকা স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড করা হবে। এইচ. বিনোথ পরিচালিত এবং অনিরুদ্ধের সংগীত পরিচালনায় এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলারটি কবে পর্দায় আসবে, এখন সেদিকেই তাকিয়ে তামাম দুনিয়ার বিজয় অনুরাগীরা।