২০২৬ সালের শুরুতেই সাধারণ মানুষের জন্য বড় আপডেট নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও জালিয়াতিমুক্ত করতে ১ জানুয়ারি থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে সরাসরি প্রভাব পড়তে চলেছে গ্রাহকদের অ্যাকাউন্টে। আপনি যদি দীর্ঘ সময় ধরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার না করেন, তবে সাবধান! এই ৩ ধরনের অ্যাকাউন্ট পাকাপাকিভাবে বন্ধের নির্দেশ দিয়েছে আরবিআই।
কোন ৩ ধরনের অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে?
ডরম্যান্ট অ্যাকাউন্ট (Dormant Account): টানা দুই বছর বা তার বেশি সময় ধরে যে অ্যাকাউন্টে কোনও লেনদেন হয়নি, সেগুলিকে হ্যাকারদের হাত থেকে বাঁচাতে বন্ধ করে দেওয়া হবে।
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট (Inactive Account): ১২ মাসের বেশি সময় ধরে কোনও ট্রানজ্যাকশন না হওয়া অ্যাকাউন্টগুলি এখন ব্যাঙ্কের র্যাডারে। জালিয়াতি রুখতে এই অ্যাকাউন্টগুলিও নিষ্ক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে।
জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট: যে অ্যাকাউন্টগুলিতে দীর্ঘ সময় ধরে কোনও টাকা নেই বা শূন্য ব্যালেন্স পড়ে রয়েছে, সেগুলিও এখন বন্ধ হওয়ার মুখে।
কীভাবে বাঁচাবেন আপনার অ্যাকাউন্ট? আপনার অ্যাকাউন্টটি চালু রাখতে অন্তত একবার ছোট কোনও লেনদেন (টাকা জমা বা তোলা) করুন। এছাড়া কেওয়াইসি (KYC) আপডেট করা আছে কি না, তাও স্থানীয় ব্রাঞ্চে গিয়ে যাচাই করে নেওয়া জরুরি। নাহলে বছরের শুরুতেই ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে বড়সড় সমস্যায় পড়তে পারেন।